|
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস
বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নে আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন
মোঃ আনিছুর রহমান মিলন : জাতীর জনকের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম হাওলাদারের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহে আলম তালুকদার, জেলা আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এ্যাডঃ সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এ্যাডঃ মাওলাদ হোসেন সানা,বঙ্গবন্ধু গবেষনা পরিষদের সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক ও সলিয়া বাকপুর ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক মিন্টু। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ মাহমুদ হোসেন মাখন, সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাইয়ান, বানারীপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি ও বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া পৌর সভার সাবেক কমিশনার মশিউর রহমান কামাল, উপজেলা যুবলীগ নেতা নুরুল হুদা তালুকদার, পৌর ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক ও সহ নেতৃবৃন্দ । বক্তাগন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অত্যান্ত গুরুত্ব দিয়ে সকলের বিবেদ ভুলে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান এবং আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে জাতীর জনকের স্বপ্নের সোনার বাংলা এবং জননেত্রীর উন্নয়নশীল বাংলা গড়তে সকলের প্রতি অনুরোধ জানান। শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালো রাতে এবং ৭১ সালের স্বাধীনতা সংগ্রামে ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শাহাদাত বরনকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং তাবারক বিতরন করা হয়।
Post Views:
১,৩৮৯
|
|