আশে পাশের সবাই জানায় জমি সংক্রান্ত বিবাদে ঐ আগুণ ফারুক নিজেই লাগায়
বানারীপাড়ার সলিয়াবাকপুরে ঘর ও খড়ে আগুণ দিয়ে শত্রুতা পূরণে ব্যর্থ
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ফারুক রায়বাসিয়া পূর্ব শত্রুতার জের ধরে নিজের ছাগল ঘরে ও খড়ের মেদায় আগুণ লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে ব্যর্থ হয়। গতকাল গভীর রাতে সলিয়াবাকপুরে এ ঘটনা ঘটে। এ ব্যপারে ফারুকের সাথে কথা বলতে চাইলে সে কথা না বলে তার স্ত্রীকে বলে, ওনাদের আপ্যায়ন করে বলে দাও আমি অনেক দূরে। সে বাড়ীতে এবং আশে পাশের সবাই জানায় ঐ আগুণ ফারুক নিজে লাগায় এবং তার সাথে জমি সংক্রান্ত বিবাদে জড়িত প্রতিপক্ষ সেলিম রায়বাসিয়া গং দের ঘায়েল করতেই এ কাজ করে।