বানারীপাড়া উপজেলার ৫নং সলিয়াবাকপুর ইউনিয়নের সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এর সহযোগিতায়, ড্রিম মাশরুম সেন্টার আয়োজিত ছয়-মাসব্যাপী ডায়াবেটিক প্রতিরোধ ক্যাম্পের আয়োজন করেন। এ ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলেন পল্লী চিকিৎসক ডাঃ মোঃ জাহাংগীর হোসেন মোল্লা। পুষ্টিবিদ সাবিনা ইয়াসমিন নিপুন রোগীদের ডায়াবেটিক পরীক্ষা করেন এবং ডায়াবেটিকস রোগীদের মাত্রা অনুযায়ী ডায়াবেটিকস প্রতিরোধক মাশরুম ড্রিংকিং মিক্স পাউডার স্বল্পমূল্যে বিতরণ করেন। ক্যাম্প ভিজিটর হিসেবে ছিলেন শ্রাবন হোসেন। এ প্রতিষ্ঠানের মালিক বাবুল আক্তারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ঢাকা থেকেই তাদের ক্যাম্প করার অনুমতি দিয়েছেন। বাবুল আক্তার বিগত ০১-০৩-২০১৮ ইং তারিখ বংগবন্ধু কৃষি-পদক পেয়েছেন যে পদক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি গ্রহন করেন। এ ক্যাম্পে মোট ১৮ জন রোগীকে চিকিৎসা প্রদান করেন। আবার এক মাস পরে এ রোগীদের পরীক্ষা করে হবে বলে জানান।