|
বানারীপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়
বানারীপাড়ার সকলের প্রিয় অধ্যক্ষ ইদ্রিস স্যারের দাফন সম্পন্ন
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের এক সম্রান্ত পরিবারের সাবেক চেয়ারম্যান মৃত আঃ খালেক মাষ্টারের বড় ছেলে এম ইদ্রিস আলী (৭০) গত বুধবার ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নাল——-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র দুই কন্যা সন্তান রেখে যান। তার বড় ছেলে ইঞ্জিনিয়ার ও ছোট ছেলে হাফেজ। ধারালিয়া সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল বাদ আসর অধ্যক্ষ ইদ্রিস আলীর নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলায় শোকের ছায়া নেমে আসে। শিক্ষকতা জীবনে অধ্যক্ষ ইদ্রিস আলী নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। চাখার ফজলুল হক কলেজ থেকে তিনি তার শিক্ষাকতা জীবন শুরু করেন। তার মৃত্যুতে গভীর সমবেদনা জানান, বানারীপাড়া/উজিরপুর (বরিশাল-২) আসনের সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, সাবেক এমপি আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি, চাখার ফজলুল হক কলেজের সাবেক ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, ৭১’এর মুক্তিযুদ্ধের হাবিব বাহীনির প্রধান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান খান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, ৯০’এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপকার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জননেতা আলহাজ্ব শাহে আলম তালুকদার, বানারীপাড়া উপজেলা পরিষদের তিন তিনবার নির্বাচিত বরিশাল বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনপ্রিয় নেতা আলহাজ্ব গোলাম ফারুক,জননেত্রী শেখ হাসিনা পরিষদের কার্যকরী সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন কমিটির সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, শেরে বাংলার দৌহিত্র এ কে ফাইয়াজুল হক রাজু, বানারীপাড়া পৌর সভার সাবেক পর পর তিনবারের নির্বাচিত মেয়র, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বানারীপাড়া পৌর মেয়র এ্যাডঃ সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি এ কে এম ইউসুফ আলী, মাহামুদ হোসেন মাখন, মোঃ মজিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা হোসেন ফ্লোরা, ভাইস চেয়ারম্যান মোঃ শরীফ উদ্দিন আহম্মেদ কিসলু, চাখার ইউপি চেয়ারম্যান মোঃ খিজির সরদার, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল হক মিন্টু, বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শেখ শহিদুল ইসলাম, কৃষক লীগ সভাপতি আঃ ওহাব আলী সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া গভীর সমবেদনা জানানো হয় বানারীপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে।
Post Views:
১,৪৪০
|
|