|
শুধু প্রিয়াঙ্কাই নন, নিকও একইভাবে প্রিয়াঙ্কার সঙ্গে তার সম্পর্ককে প্রকাশ্যে এনেছেন
বাগদান সম্পন্ন হতেই নিকের সঙ্গে ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিকের গায়ে হাত, চোখে চোখ। যেন একে অপরের মধ্যে মগ্ন রয়েছেন। বাগদানের পর এভাবেই নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনলেন নিক-প্রিয়াঙ্কা। লুকিয়ে না রেখে বিশ্বের দরবারে জানিয়ে দিলেন তিনি এবার শুধু নিকের। সমস্ত হৃদয়, শরীর ও আত্মা দিয়ে তিনি নিককে নিজের জীবনে গ্রহণ করেছেন নিজের ইনস্টাগ্রামে পোস্টে এমনই লিখলেন দেশি গার্ল। পোস্ট করেন বিশেষ ছবি। তবে শুধু প্রিয়াঙ্কাই নন, নিকও একইভাবে প্রিয়াঙ্কার সঙ্গে তার সম্পর্ককে প্রকাশ্যে এনেছেন। ক্যাপশনে নিক জোনাস লিখেছেন, ভবিষ্যৎ-এর মিসেস জোনাস, আমার হৃদয়, আমার ভালোবাসা। এদিকে, নিকের এই ইনস্টাগ্রাম পোস্টের লোকেশনে মুম্বাই লেখাটাও হিন্দিতে লেখা রয়েছে। যদিও প্রিয়াঙ্কার ক্ষেত্রে তা রয়েছে ইংরজিতেই। আর এই ছবি পোস্টের পরেই কমেন্টে প্রিয়াঙ্কা নিকের সুখী জীবন কামনা করেছেন তাদের বহু শুভাকাঙ্খী।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
Post Views:
১,৭১৫
|
|