১৮ দিনের শিশুটি ঘর থেকে কিভাবে বাইরে গেলেন পুলিশ তা খতিয়ে দেখছেন
বাউফলে খাল থেকে শিশুর লাশ উদ্ধার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামের একটি খাল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুখী আক্তার নামের ১৮ দিনের এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।সুখী ওই গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের মেয়ে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৮ দিন বয়সী সুখী আক্তার নামের ওই শিশুটিকে তার মা শারমিন আক্তার ঘরে রেখে পুকুর পাড়ে যান তিনি ১৫-২০ মিনিট পর ঘরে এসে দেখেন তার শিশুটি নেই।এ সময় তিনি ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা জড়ো হয়ে শিশুটিকে খুঁজতে থাকে।এক সময়ে দেখতে পায় ঘরের কাছে খালের পানিতে শিশুটির মৃতদেহ ভাসছে।খবর পেয়ে বাউফল থানার ওসি (তদন্ত) লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেন।বাউফল থানার ওসি আজম খান ফারুকী জানান, ১৮ দিন বয়সী শিশুটি ঘর থেকে কীভাবে বাইরে গেল পুলিশ তা খতিয়ে দেখছেন।