Current Bangladesh Time
শুক্রবার জুন ১৪, ২০২৪ ১:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় বরিশালে ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চায়ন 
Sunday June 2, 2024 , 3:10 pm
Print this E-mail this

নাটকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে

বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় বরিশালে ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চায়ন


মুক্তখবর বিনোদন ডেস্ক : বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতের নৃশংস হত্যাকাণ্ডের ওপর নির্মিত ইতিহাস-আশ্রয়ী ও গবেষণালব্ধ সাড়া জাগানো নাটক ‘অভিশপ্ত আগস্ট’ এর ১৪৭তম মঞ্চায়ন হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবিরের উদ্যোগে শনিবার (জুন ১) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাটক মঞ্চায়ন হয়। জানা গেছে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে নাটকটিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে বাংলাদেশ পুলিশের সদস্যরা অভিনয় করেছেন। নাটকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। নাটকটি উপভোগের জন্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-বরিশালের বিভাগীয় কমিশনার মো: শওকত আলী, রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।
Archives
Image
বরিশালে ব্যাবসায়ীর বাসায় চুরি, ২৪ ঘন্টার মধ্যে চোর আটক
Image
শেখ হাসিনাকে ‘কোয়ালিশন অব লিডার্স’-এ চায় গ্লোবাল ফান্ড
Image
বরিশালে শ্যালিকাকে স্ত্রী ভেবে ১১ মাস সংসার করলেন যুবক!
Image
বরিশালে দূর্নীতিবাজ ব্যংক ডাকাতদের বিচারের দাবীতে বিক্ষোভ
Image
বরিশালে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ : তদন্ত ছাড়া ‘আত্মহত্যা’ বলতে নারাজ পুলিশ