সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম
বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পদার্পণ করায় বানারীপাড়া আনন্দ র্যালি
“নিম্ন আয়ের দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ”, শেখ হাসিনার অবদান উন্নয়নশীল দেশে যোগদান – এই শ্লোগানে বানারীপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করায় আনন্দ র্যালি ও আলোচনা সভা করে। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া পৌর সভার সাবেক হ্যাট্রিক বিজয়ী মেয়র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর মেয়র এ্যাডঃ সুভাষ চন্দ্র শীল উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ। অপরদিকে বানারীপাড়া উপজেলার সকল স্কুলকলেজ ও মাদ্রাসার ছাত্র/ছাত্রী ও শিক্ষকবৃন্দ ও আনন্দ র্যালি করে।