|
২৬, ২৭ ও ২৮ এপ্রিল’১৮ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এবং শিল্পকলা একাডেমিতে এই কনভেনশন অনুষ্ঠিত হবে
বাংলাদেশে এই প্রথমবারের মত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ম্যাজিক কনভেনশন
বিনোদন ডেস্ক : বাংলাদেশে এই প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী একটি আন্তর্জাতিক ম্যাজিক কনভেনশন। বাংলাদেশ যাদুকর পরিষদ এর আয়োজনে এই কনভেনশন আগামী ২৬, ২৭ ও ২৮ এপ্রিল’১৮ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এবং শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাদুকর পরিষদের সভাপতি ছফির উল্লাহ শিকদার, আয়োজনের আহ্বায়ক মনিরুজ্জামান লিটন, স্পন্সর প্রতিষ্ঠান প্রাণ আরএফএল ইলেকট্রনিক্স এর ব্র্যান্ড ম্যানেজার শাকিল রায়হান, বিশিষ্ট যাদু শিল্পী আলী রাজ, মাইনুল খান, আক্তার হোসেন, মোয়াজ্জেম হোসেন নান্নু প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয় যে, কনভেনশনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, চীন, কোরিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, কানাডা ও আমেরিকাসহ বিভিন্ন দেশের তারকা খ্যাতি সম্পন্ন যাদুশিল্পীরা অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক সম্মতি প্রদান করেছেন। এছাড়াও দেশের খ্যাতনামা যাদুশিল্পীসহ ব্যাপকসংখ্যক তরুণ যাদুশিল্পীরা অংশগ্রহণ করবেন এই আয়োজনে। এই আয়োজনের উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে-আন্তর্জাতিক খ্যাতনামা যাদুশিল্পীদের পরিচালনায় এবং অংশগ্রহণে যাদু বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ, যাদু প্রতিযোগিতা এবং গালা নাইট শো। আর থাকবে যাদু বিষয়ক স্টল। যাদু প্রতিযোগিতায় পুরস্কারও প্রদান করা হবে। আর বিচারক হিসেবে থাকবেন দেশ বিদেশের বরেণ্য যাদুশিল্পীবৃন্দ।
Post Views:
১,৫১৮
|
|