Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৩:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে গোলাম সারওয়ার উজ্জ্বল এক নাম 
Tuesday August 14, 2018 , 1:44 pm
Print this E-mail this

তাঁর মরদেহবাহী বিমান মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে

বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে গোলাম সারওয়ার উজ্জ্বল এক নাম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সমকাল সম্পাদক দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের মরদেহবাহী বিমান মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ৮টা ৩৫ মিনিটে তার মরদেহ নিয়ে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সমকাল সম্পাদক, সম্পাদক পরিষদের সভাপতি এবং প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান গোলাম সারওয়ার সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। দেশবরেণ্য এই সাংবাদিক মহাসিন্ধুর ওপারে ঠাঁই নেওয়ার সঙ্গে সঙ্গে এ দেশের সংবাদপত্র ইতিহাসে চিরস্মরণীয়দের সারিতে নিশ্চিতভাবে অন্তর্ভুক্ত হলেন। পাঁচ দশকের বেশি সময়জুড়ে নিরলস শ্রম, কঠোর অভিনিবেশ, অসামান্য পেশাদারিত্বের মধ্যদিয়ে সংবাদপত্রকে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে জাতির পথনির্দেশকের ভূমিকায় অবতীর্ণ করার ক্ষেত্রে তিনি অক্ষয় বাতিঘরের ভূমিকা পালন করেন। কমপক্ষে চার প্রজন্মের সাংবাদিকের বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক এই ব্যক্তিত্ব স্বীয় কর্ম ও কীর্তির ধারাবাহিকতায় মহাসিন্ধুর ওপার থেকে অবিনশ্বর আলো বিতরণ করে যাবেন বলে দেশের সংবাদপত্র বিশেষজ্ঞসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে কর্মরত সব সহকর্মী মনে করেন। গোলাম সারওয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রিয় সম্পাদকের মৃত্যুতে সমকালের প্রকাশক এ. কে. আজাদসহ সমকাল পরিবার গভীরভাবে শোকাহত। সোমবার রাত থেকেই সমকালের সহকর্মীরা কালোব্যাজ ধারণ করেছেন। যে কোনো বয়সী সহকর্মীদের কাছে তিনি ছিলেন ‘প্রিয় সারওয়ার ভাই’। আপাত গাম্ভীর্যের আড়ালে তার হৃদয়ের সমুদ্রসম উদারদার স্পর্শ যারা পেয়েছেন, সমকালসহ দেশের প্রায় সবক’টি পত্রিকা, টিভি চ্যানেল ও অনলাইনের সাংবাদিকরা-সবাই তার মৃত্যু সংবাদে গভীরভাবে শোকাহত হয়ে পড়েন। অনেকেই ছুটে আসেন সমকাল কার্যালয়ে। সমকালসহ বিভিন্ন পত্রিকার সব বয়সী সাংবাদিকের শোকস্তব্ধ মুখ আর কান্নাভেজা চোখ জানিয়ে দিচ্ছিল-তাদের মাথার ওপর থেকে বিরাট এক ভালোবাসার ছায়া মর্ত্যভূমি ছেড়ে অনন্তলোকে পাড়ি দিয়েছে। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে জেলা পর্যায়ের সব প্রেস ক্লাব-দেশের যশস্বী সম্পাদক থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের তৃণমূল সাংবাদিক-সবাই তাদের প্রিয় ‘সারওয়ার ভাই’য়ের অনন্তযাত্রায় শোকস্তব্ধ, আবেগবিহ্বল। ৭৫ বছর বয়সী গোলাম সারওয়ার মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরের পর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন গোলাম সারওয়ারের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিকেল ৫টায় লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। তখন চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন। রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। সিঙ্গাপুরে গোলাম সারওয়ারের শেষ শয্যাপাশে ছিলেন তার স্ত্রী সালেহা সারওয়ার, দুই ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জন ও গোলাম সাব্বির অঞ্জন, কন্যা সুষমা নাইম রত্না, জামাতা মিয়া নাইম হাবিব এবং সমকালের বিশেষ প্রতিনিধি শরিফুল ইসলাম। গোলাম সারওয়ার হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পর দিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে যায়। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল। কিন্তু গত রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় গতকাল বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে অসুস্থতা অনুভব করার পর গত ২৯ জুলাই মধ্যরাতে গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। ল্যাবএইড কর্তৃপক্ষ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। এদিকে, সমকাল সম্পাদককে দেখতে গতকাল দুপুরে হাসপাতালে যান সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান। হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। গোলাম সারওয়ারের মরদেহ দেশে ফিরিয়ে আনার শুরু করেছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন। মরদেহ দেশে আনার পরই শ্রদ্ধা নিবেদন এবং দাফনের দিনক্ষণ ঠিক করা হবে।

বর্ণাঢ্য কর্মময় জীবন : বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে গোলাম সারওয়ার উজ্জ্বল এক নাম। মুক্তচিন্তা, প্রগতিশীল মূল্যবোধ আর মুক্তিযুদ্ধের সপক্ষে সোচ্চার এ মানুষটি আমাদের সাংবাদিকতা জগতের প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব। ষাটের দশকে সাংবাদিকতার শুরু থেকে একটানা পাঁচ দশকের বেশি সময় তিনি এই পেশায় মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার নিরবচ্ছিন্ন চর্চায় নিজেকে এবং বাংলাদেশের সংবাদপত্রকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। প্রতিষ্ঠান হিসেবে সংবাদপত্রের অন্যতম প্রধান স্তম্ভ বার্তা বিভাগে গোলাম সারওয়ারের সৃজনশীলতা, সংবাদবোধ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদেশের সংবাদমাধ্যম জগতে উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। দৈনিক ইত্তেফাকে দীর্ঘ ২৭ বছর বার্তা সম্পাদকের দায়িত্ব পালনকালে তিনি একাধারে সৃজনশীল ও পেশাদার সাংবাদিকতায় অতুলনীয় দক্ষতার স্বাক্ষর রাখেন। সত্তরের দশকের প্রথমার্ধে দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাপ্তাহিক পূর্বাণীর নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেন। পূর্বাণীতে তারই সম্পাদনায় এদেশে প্রথম ম্যাগাজিন আকারে বৃহদায়তনের ঈদসংখ্যা প্রকাশের রীতি শুরু হয়। তার নেতৃত্বে সাংস্কৃতিক সাপ্তাহিক হিসেবে পূর্বাণী অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করে। এসব কৃতিত্বের ধারাবাহিকতায় তিনি দেশের দুটি সেরা দৈনিক ‘যুগান্তর’ ও ‘সমকাল’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে নজিরবিহীন সাফল্য অর্জন করেন। ১৯৯৯ সালে প্রকাশিত দৈনিক যুগান্তরের সম্পাদক এবং এর ছয় বছর পর ২০০৫ সালে আরেকটি নতুন দৈনিক সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত সুচারুভাবে পালন করে যান সে দায়িত্ব। তার সুযোগ্য নেতৃত্ব, ক্ষুরধার মেধা ও অসামান্য সাংগঠনিক দক্ষতা পত্রিকা দুটিকে দ্রুততম সময়ে পাঠকপ্রিয় করে তোলে। মেধা, নিষ্ঠা ও দক্ষতার কারণে গোলাম সারওয়ারকে অনেকেই ‘সাংবাদিকদের শিক্ষক’ হিসেবে অভিহিত করেন। তার হাতে গড়া অন্তত পাঁচ শতাধিক সাংবাদিক এখন দেশের বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন মাধ্যমে নিজ নিজ দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। তার হাতে সরাসরি কাজ শেখা বেশ কয়েকজন সাংবাদিক বর্তমানে দৈনিক পত্রিকা ও টেলিভিশন মাধ্যমের সম্পাদক বা প্রধান সম্পাদক হিসেবে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারা অনেকেই গর্বভরে নিজেদের পেশার শিক্ষক হিসেবে গোলাম সারওয়ারের অবদানের কথা উল্লেখ করেন। বাংলাদেশের সংবাদপত্রের বিকাশ ও ক্রমপরিণতির ইতিহাসে গোলাম সারওয়ারের নাম অতিগুরুত্ব ও স্পষ্টতার সঙ্গে উচ্চারিত হবে বারবার। শৌখিন, কুটিরশিল্পসদৃশ সংবাদপত্রের ক্ষীণ বলয় থেকে বৃহৎ কলেবরের সংবাদপত্রের অভিযাত্রার অন্যতম সফল পথিকৃৎ সম্পাদক গোলাম সারওয়ার। তিনিই প্রথম এদেশে প্রতিদিন রঙিন খেলার পাতা, বিনোদন পাতা, নানা স্বাদের গুচ্ছ গুচ্ছ ফিচার প্রকাশ করার রীতি প্রবর্তন করে দৈনিক পত্রিকার চেনা অবয়বকে পাল্টে দিয়ে একটি দৈনিককে পরিবারের সব সদস্যের উপযোগী করে তোলার পরিকল্পনাকে সফলভাবে বাস্তবায়িত করেন। সংবাদকে তার উপযুক্ত গুরুত্ব দিয়ে যথাযথ ট্রিটমেন্টে প্রকাশ করায় তার সমতুল্য কোনো সম্পাদক এদেশে নেই- এটি অপরাপর সম্পাদকের ভাষ্যেই বহুবার জানা গেছে। গোলাম সারওয়ার এদেশের সংবাদপত্রের সাফল্য ও পেশাদারিত্বের প্রতীক। তার জন্ম ১৯৪৩ সালের ১ এপ্রিল বরিশালের বানারীপাড়ার এক সল্ফ্ভ্রান্ত পরিবারে। বাবা মরহুম গোলাম কুদ্দুস মোল্লা ও মা মরহুম সিতারা বেগম দম্পতির জ্যেষ্ঠ সন্তান গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্মানসহ এমএ ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৬২ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে তার সাংবাদিকতা পেশার সূচনা। একই বছর দৈনিক সংবাদের সহসম্পাদক হিসেবে যুক্ত হন। ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত সংবাদে চাকরিরত ছিলেন। এরপর মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন নিজ এলাকা বানারীপাড়ায়। মুক্তিযুদ্ধের পর কয়েক মাস বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তার পরপরই ১৯৭২ সালে ইত্তেফাকে সিনিয়র সহসম্পাদক হিসেবে যুক্ত হন। ১৯৯৯ সাল পর্যন্ত যথাক্রমে প্রধান সহসম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন বাংলাদেশ সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। সৃজনশীল সাহিত্যে গোলাম সারওয়ারের অকৃত্রিম আগ্রহ ও উদ্যোগ তার সৃষ্টিশীলতা ও প্রাণময়তার আরেক ক্ষেত্র। দৈনিক পত্রিকায় সাহিত্যকে তিনি মানে ও মর্যাদায় স্বতন্ত্র করেছেন। তার গদ্য স্বাদু-অনায়াস দক্ষতায় তিনি রাজনীতির বক্র বিষয়াদির সঙ্গে সমকালীন বাস্তবতা ও ধ্রুপদী সাহিত্যের মেলবন্ধন ঘটিয়ে দেন। তিনি দক্ষ ছড়াকার; ষাটের দশকে অসংখ্য ছড়া লিখেছেন। সত্তরের দশকেও ছড়ায় সচল রেখেছিলেন নিজের কলম। ‘রঙিন বেলুন’ নামে শিশু একাডেমি থেকে প্রকাশিত ছড়ার বইটি তার ছড়া সৃষ্টির উজ্জ্বল নিদর্শন। বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতে একসময় তিনি ছিলেন ঘনিষ্ঠ। তার লেখা বেশ কয়েকটি গান আজও শ্রোতাহৃদয়ে শিহরণ জাগায়। তার রচিত গ্রন্থের মধ্যে ‘সম্পাদকের জবানবন্দি’, ‘অমিয় গরল’, ‘আমার যত কথা’, ‘স্বপ্ন বেঁচে থাক’ ইত্যাদি উল্লেখযোগ্য। সাংবাদিকতায় জীবনব্যাপী অনন্য ভূমিকার জন্য তিনি ২০১৪ সালে একুশে পদকে ভূষিত হন।

তিনি চিরকালের বাতিঘর : ‘দীর্ঘ সাংবাদিকতা জীবনে শুরু থেকেই গোলাম সারওয়ার সাংবাদিকতার সঙ্গে সাহিত্য ও শিল্পের মেলবন্ধনে বিশ্বাসী ছিলেন। একজন পেশাদার সাংবাদিক যে কতটা নিষ্ঠ সাহিত্যপ্রেমী হতে পারেন, সারওয়ার তার বড় উদাহরণ। দেশের মস্তিস্ক সুস্থ না থাকলে কোনোভাবেই সে দেশের বিকাশ সম্ভব নয়, জানতেন বলেই সারওয়ারের হাতে বরাবর সাহিত্য, শিল্প ও রাজনীতি-এ তিনই নিরাপদ ছিল। তিনি সত্যিকারের বাতিঘরের মতো ছিলেন, আমাদের কাছে; থাকবেনও চিরকাল।’ গোলাম সারওয়ারের মৃত্যুসংবাদে প্রতিক্রিয়া জানিয়ে সমকালকে বলেন বরেণ্য কথাশিল্পী হাসান আজিজুল হক। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ব্যক্তি হিসেবে তিনি অতুলনীয় ছিলেন। পেশায় তার সততা, নিষ্ঠা ও নিবেদন কিংবদন্তি হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে তিনি অবিচল থাকলেও সাংবাদিকতার পেশাদারিত্বে কখনই আপস করেননি। তার মতো বিনয়ী মানুষও আমি কম দেখেছি।’ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘সংবাদপত্র জগতে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কখনও আপস করেননি গোলাম সারওয়ার। কয়েক প্রজন্মকে তিনি শানিত করেছেন আমাদের দেশের ইতিহাস ও আগামীর গতি নির্ধারণে।’ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘সারওয়ার ভাইয়ের সবচেয়ে বড় গুণ ছিল-তিনি অনেক শক্ত কথাও পরিশীলিতভাবে বলতে পারতেন। তাতে যাকে বা যাদের উদ্দেশে বলতেন, সেখানে লক্ষ্যভেদ হতো ঠিকই; কিন্তু প্রতিপক্ষের সঙ্গে তিক্ততার সৃষ্টি হতো না। তার সঙ্গে আমার বহুকালের গভীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। কোনো সময় তিনি রূঢ় আচরণ করেননি। মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে তার অবস্থান সব সময় স্পষ্ট ছিল। তিনি অনুজ সাংবাদিকদের কাছে ছিলেন একজন অভিভাবক ও শিক্ষক।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘তার সঙ্গে আমার ৪৭ বছরের সম্পর্ক। একজন সজ্জন, পেশাদার, দায়িত্বশীল সাংবাদিক হিসেবে তিনি অসামান্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি সব মতকে সম্মান করতে জানতেন। সব মতের মানুষের সঙ্গে আমি তার সুসম্পর্ক দেখেছি। তার প্রতি আমাদের সকলের আস্থা ছিল অপরিসীম। তিনি পেশার প্রশ্নে ছিলেন আপসহীন।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদদের যথেষ্ট সম্মান করতেন। দল-মত নির্বিশেষে সবাইকে আপন করে নেওয়ার অসাধারণ ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। তাই তিনি সকলের শ্রদ্ধা পেয়েছেন।’ সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘জীবনের বিভিন্ন পর্বে আপদে-বিপদে সারওয়ার ভাই ছিলেন আমাদের লোক। এমন পেশাদার; একই সঙ্গে এমন হৃদয়বান মানুষ এ যুগে বিরল। একুশে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তিনি তার পেশাজীবনে আসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন।’ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘সারওয়ার ভাইয়ের সঙ্গে রাজনীতি ও সংস্কৃতিকর্মীদের হৃদয়ের যোগাযোগ ছিল কয়েক যুগ ধরে। তিনি ছিলেন আমাদের একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তার মৃত্যু আমাদের কাছে অসম্ভব বেদনাময়।’ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গোলাম সারওয়ারের মৃত্যুতে দেশের গণমাধ্যমে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। সাংবাদিকতার জগতে তিনি ছিলেন এক দিকপাল।’ কবি মহাদেব সাহা কানাডা থেকে টেলিফোনে কান্নাজড়ানো কণ্ঠে বলেন, ‘ইত্তেফাকে কয়েক দশক আমি তার সহকর্মী হওয়ার সুযোগ পাই। তারপর তাকে দেখি দেশসেরা সম্পাদক হিসেবে যুগান্তরে, সমকালে। একজন জাঁদরেল সম্পাদক কত সুকৌশলে কবিতাকে রাজনৈতিক রিপোর্ট বা ছবির ক্যাপশনে ব্যবহার করতে পারেন, সারওয়ার তার অতুলনীয় উদাহরণ। তার পেশাদারিত্ব ও দায়িত্ববোধের কোনো তুলনার ধৃষ্টতা আমি করব না। তার আত্মার শান্তি কামনা করি।’ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘রাজনীতি, সমাজ, গণতন্ত্র ও গণমাধ্যম সম্পর্কে তার লেখনী ও মতামতে তিনি আমাদের একজন মান্য সম্পাদক ছিলেন। কারও আনুকূল্যে নয়; নিজের শ্রম, মেধা ও যোগ্যতায় তিনি সাংবাদিকতায় নিজ অবস্থান তৈরি করেছেন। তার কাজ উত্তরসূরিদের অনুকরণের বিষয় হবে।’ সাংবাদিক আবেদ খান বলেন, ‘অসাধারণ কর্মপটু, সিদ্ধান্ত গ্রহণে অতিশয় পারঙ্গম, বন্ধুবৎসল এবং হৃদয়বান সারওয়ার একজন পরিপূর্ণ সাংবাদিক, সম্পাদক ও সর্বতোভাবে প্রগতিশীল দৃষ্টিভঙ্গির মানুষ। তাকে হারানো সংবাদপত্র জগতের জন্য অপূরণীয় ক্ষতি।’ যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন, সারওয়ার ভাই আমাদের কয়েক প্রজন্মের সাংবাদিকের শিক্ষাগুরু। তিনি হাত ধরে শিখিয়েছেন এই কঠিন পথে কীভাবে হাঁটতে হয়। অভিনেত্রী সারাহ বেগম কবরী বলেন, ‘আমাদের দেশে কম মানুষই জীবদ্দশায় আলোচিত হন। সারওয়ার ভাই এদিক দিয়ে ব্যতিক্রমী। যুগান্তর ও সমকাল-এর মতো নামি দুটি পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন চিরতরুণ। শেষ দিন পর্যন্ত দাপটের সঙ্গে কাজ করেছেন। সাংস্কৃতিক জগতের সঙ্গে ছিল তার হৃদয়ের যোগ। একসময় পূর্বাণী পত্রিকা সম্পাদন করে তিনি চমক সৃষ্টি করেন। তার মতো হৃদয়বান ও মেধাবী মানুষের মৃত্যু সংবাদপত্র জগতের জন্য বড় দুঃসংবাদ। আমি নিজে হারালাম আমার অকৃত্রিম এক স্বজন।’ গায়ক জেমস বলেন, ‘সারওয়ার ভাই সংবাদপত্রে নেতা ছিলেন। সকলে তাকে যেভাবে মান্য করে এগিয়ে যেত, তা আমার নিজের চোখে দেখা। তার ভেতরে গভীর এক শিল্পী বাস করত। সারওয়ার ভাইয়ের প্রতি শ্রদ্ধা।’

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী

সূত্র : সমকাল




Archives
Image
দাড়ি-গোঁফ চেঁছে ভারতে পালাচ্ছিলেন শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু
Image
বন্ধুর প্রতারণায় নিঃস্ব প্রবাসী, বাউফলের বশিরের বিরুদ্ধে অর্থ আত্নসাতে মামলা!
Image
ভারতে ‘পথ ভুলে’ ট্রেন নেমে গেলো মাঠে, কটাক্ষের শিকার মন্ত্রী
Image
ফেসবুক পোস্টের জেরে ভারতে থাকা বাংলাদেশির ভিসা বাতিল
Image
সোমবার ঢাকায় আসছে জাতিসংঘের তদন্তদল