মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ও অর্থমন্ত্রী নির্মলা সিথামারান। এছাড়া আলাদাভাবে এনিয়ে এস জয়শংকরের সঙ্গে আলাপ করেন মোদী। গতকাল (সোমবার) বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর দেশত্যাগ করেন শেখ হাসিনা। সামরিক বিমানে করে ভারতের উত্তরপ্রদেশে গাজিয়াবাদে অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটিতে পা রাখেন তিনি। সেখানে তার সঙ্গে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ভারতীয় বিমান বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। খুব শিগগিরই লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চাইবেন বলে জানাচ্ছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
এদিকে, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকেও অবগত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।