Current Bangladesh Time
সোমবার জুন ১৬, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাংলাদেশের জাদুশিল্পে আরেকটি মাইলফলক স্পর্শ করল ‘কনসোল ম্যাজিক একাডেমী’ 
Saturday May 17, 2025 , 6:10 am
Print this E-mail this

এই আয়োজন প্রমাণ করে জাদু আজ শুধু কেবল বিনোদন মাধ্যমই নয়, বরং একটি সম্মানজনক শিল্পমাধ্যম

বাংলাদেশের জাদুশিল্পে আরেকটি মাইলফলক স্পর্শ করল ‘কনসোল ম্যাজিক একাডেমী’


মুক্তখবর বিনোদন ডেস্ক : বাংলাদেশের জাদুশিল্পে আরেকটি মাইলফলক স্পর্শ করল ‘কনসোল ম্যাজিক একাডেমী’। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হল ৩৪তম জাতীয় জাদু উৎসব। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের জাদুশিল্পের জীবন্ত কিংবদন্তি জাদুশিল্পী, জুয়েল আইচ। তার উপস্থিতি উৎসবকে এনে দেয় এক অনন্য মাত্রা। শুধু একজন শিল্পী নয়, তিনি এদিন ছিলেন প্রজন্ম থেকে প্রজন্মে এক অনুপ্রেরণার প্রতীক। তার জাদুশিল্প বিষয়ক দর্শন ও মূল্যবান বক্তব্য তরুণ জাদুশিল্পীদের জন্য হয়ে ওঠে চলার পথের পাথেয়। গুণীজনদের শুভেচ্ছা ও দিক নির্দেশনায় উৎসব সমৃদ্ধ উৎসবে আরও উপস্থিত ছিলেন—ম্যাজিক আইকন জাদুশিল্পী আলী রাজ, অবসরপ্রাপ্ত সচিব ও চলচ্চিত্র অভিনেতা পীরজাদা শহিদুল হারুন, ডক্টর আশরাফুল নেতা, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ও উপদেষ্টা, কনসোল ম্যাজিক একাডেমি, ময়মনসিংহ মোহাম্মদ মাহবুব রেজা করিম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত ময়মনসিংহ জেলার সর্বোচ্চ করদাতা মোয়াজ্জেম হোসেন নান্নু, সভাপতি, ম্যাজিক ফেডারেশন, সিকদার আব্দুস সালাম, লেখক ও সাধারণ সম্পাদক, ম্যাজিক ফেডারেশন, রবিন খান, উপদেষ্টা, ম্যাজিক ফেডারেশন লায়ন একলাছ উদ্দিন খান, অধ্যক্ষ, ময়মনসিংহ কমার্স কলেজ, মোহাম্মদ অলিউল আলম খোকন, সহ-সভাপতি, ম্যাজিক ফেডারেশন, জাদুশিল্পী প্রিন্স হারুন, এম ইউ হাওলাদার, রাজিব বসাক, অভিনেতা ও  জাদুশিল্পী জাদু আজাদ, ফখরুল ইসলাম শিপুরাজ, একেএ শাহ্ প্রমুখ। জাদুশিল্পীরা উপস্থাপন করেন তাদের মনোমুগ্ধকর জাদু পরিবেশনা। তাদের অভিনব কৌশল, মঞ্চনৈপুণ্য এবং সৃজনশীলতা দর্শকদের অভিভূত করে। এটি ছিল তরুণদের জন্য আত্মপ্রকাশের এক অসাধারণ প্ল্যাটফর্ম, যেখানে তারা জাদুশিল্পকে উপস্থাপন করেছেন এক আধুনিক রূপে। প্রশিক্ষণভিত্তিক ওয়ার্কশপে শিল্পের গভীরে প্রবেশ উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় মানসম্মত ওয়ার্কশপ, যেখানে ম্যাজিশিয়ান হাবিবুর রহমান (ময়মনসিংহ) এবং জুয়েল আইচ সরাসরি জাদুশিল্পের কলা-কৌশল ও নীতিমালা নিয়ে আলোচনা করেন। এই সেশনে অংশগ্রহণকারীরা শিল্পের গঠনমূলক দিক, নৈতিকতা এবং আন্তর্জাতিক মান সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন। উৎসবে আরও এক অনন্য সংযোজন ছিল—বাংলাদেশে এই প্রথম দেশের বিভিন্ন প্রান্তের ম্যাজিক শপগুলোর অংশগ্রহণে এক বিশাল মিলনমেলা। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা সহ দেশের আট বিভাগের ৬৪ জেলা থেকে আগত প্রায় ২০০ জন জাদুশিল্পী ও জাদুর সরঞ্জাম বিক্রেতারা এই আয়োজনে মিলিত হন। এটি ছিল একপ্রকার ম্যাজিক ফেস্টিভাল মার্কেট, যেখানে নতুন প্রপস, লার্নিং টুলস ও প্রযুক্তিনির্ভর জাদুর নানা সরঞ্জাম প্রদর্শন ও বিক্রয় হয়। এই উদ্যোগ দেশের জাদুশিল্পের অর্থনৈতিক ও পেশাগত বিকাশে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে বিশ্বাস। পরিকল্পনার পেছনে নিবেদিত নেতৃত্ব আয়োজনে সদস্য সচিব হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মোঃ তরিকুল ইসলাম সরকার (টি সরকার)। একাডেমির দীর্ঘদিনের এই নিবেদিত প্রাণ সংগঠক সুচারু পরিকল্পনা ও কর্মনিষ্ঠায় পুরো উৎসবকে পরিণত করেন সফলতার এক অনন্য উদাহরণে। সভাপতি মুস্তাক ওয়াসেল-এর অভিজ্ঞ নেতৃত্ব ও দূরদর্শী পরিচালনায় আয়োজনটি পেয়েছে সর্বাঙ্গীন সফলতা ও পরিপূর্ণতা। কনসোল ম্যাজিক একাডেমীর ৩৪ বছরের নিরলস প্রচেষ্টা ও ঐকান্তিক প্রচারণায় আজ জাদুশিল্প উঠে এসেছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের এক মাধ্যম হয়ে। এই আয়োজন নিঃসন্দেহে প্রমাণ করে, জাদু আজ শুধু কেবল বিনোদন মাধ্যমই নয়, বরং একটি সম্মানজনক শিল্পমাধ্যম। এই পথচলা একাডেমিকে যেমন নিয়ে যাবে আন্তর্জাতিক পর্যায়ে, তেমনি বাংলাদেশের সংস্কৃতি জগতেও করবে সমৃদ্ধ – এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা।




Archives
Image
ডেঙ্গু ও করোনা সচেতনতায় বরিশালে মাঠে নামলো এনসিপি
Image
বরিশালে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
Image
ঈদের ১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত
Image
বরিশালে বাল্যবিয়ে করতে গিয়ে জরিমানা গুণলেন প্রবাসী