|
সভায় পহেলা বৈশাখ উৎযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়
বর্ষ বরণ উৎযাপন উপলক্ষে বানারীপাড়া উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
বানারীপাড়া উপজেলা প্রশাসন বাঙ্গালীর এক ঐতিয্যবাহি উৎসব বাঙলা নববর্ষকে স্বাগত জানাতে উপজেলা মিলনায়তনে এক প্রস্তুতি সভা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, বানারীপাড়া পৌর সভার সাবেক হ্যাট্রিক বিজয়ী মেয়র, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শরীফুদ্দিন আহমেদ কিসলু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মারিয়া হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, পৌর সভার সচীব শাহিন আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পহেলা বৈশাখ উৎযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়।
মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া, বরিশাল
Post Views:
৯৪
|
|