প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বর্ণাঢ্য আয়োজনে ১৪২৫ বাংলা নতুন বছরকে বরণ করলো ঝালকাঠিবাসী
Saturday April 14, 2018 , 7:44 pm
কারাগার, এতিমখানা ও হাসাপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়
বর্ণাঢ্য আয়োজনে ১৪২৫ বাংলা নতুন বছরকে বরণ করলো ঝালকাঠিবাসী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বর্ণাঢ্য আয়োজনে ১৪২৫ বাংলা নতুন বছরকে বরণ করলো ঝালকাঠিবাসী। সকাল ৬টায় শহরের শিশুপার্কের মঞ্চে নববর্ষের সূচনা ও প্রভাতি অনুষ্ঠানমালার মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন অনুষ্ঠানে অংশ নেয়। সকাল ৮টায় শিশু পার্ক থেকে বর্ষ বরণের মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একইস্থানে মিলিত হয়। শ্রেণি-পেশার হাজারো মানুষ এতে অংশ নেয়। ব্যানার ফেস্টুন আর বাঙালি সংস্কৃতির নানা অনুসঙ্গে ছেয়ে যায় মঙ্গল শোভাযাত্রার মিছিল। পৌনে ৯ টার সময় পান্তা উৎসবের আয়োজন করা হয়, এ সময় জেলা প্রশাসক মো. হামিদুল হক সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। এছাড়াও শিশুপার্কের মাঠে আয়োজন করা হয়েছে তিনদিনের বৈশাখি মেলা। যেখানে ছিল নানান বয়সীদের ভীড় রয়েছে শিশু কর্ণার যেখানে শিশুদের নানান খেলার সামগ্রী পরিলক্ষিত হয়। পাশাপাশি নাগরদোলায় চড়ে অনেককে আনন্দে ভেসে যেতে দেখা যায়। কারাগার, এতিমখানা ও হাসাপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। কারাগারের সুপার শফিউল আলম ও জেলার মো. তারিকুল ইসলাম এর তত্বাবধানে কারাগারে থাকা বন্ধীদের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।