Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৮, ২০২৪ ২:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বর্ণাঢ্য আয়োজনে মিউচুয়াল-আই ষ্টার এ্যাওয়ার্ড (সিজন ওয়ান) অনুষ্ঠিত 
Friday October 5, 2018 , 9:00 pm
Print this E-mail this

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা, পাক্ষিক বার্তা প্রবাহ এবং পিপলস রেডিও

বর্ণাঢ্য আয়োজনে মিউচুয়াল-আই ষ্টার এ্যাওয়ার্ড (সিজন ওয়ান) অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক : ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার রাজধানীর শাহবাগস্থ পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আই টিভি অনলাইন এর উদ্যোগে বিনোদন জগতের স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখা জনপ্রিয় তারকাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান মিউচুয়াল-আই ষ্টার এ্যাওয়ার্ড (সিজন ওয়ান) অনুষ্ঠিত হয়।
আই টিভি অনলাইন এর সিইও এবং হেড অব নিউজ মোহাম্মদ মনির হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট মঞ্চ ও নাট্য ব্যক্তিত্ব একুশে পদক প্রাপ্ত মঞ্চ অভিনেতা, নাট্য নির্দেশক ও লেখক মঞ্চসারথী আতাউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়রম্যান ড. মাহফুজুর রহমান এর উপদেষ্টা মীর মোতাহের হাসান। মিউচুয়াল-আই ষ্টার এ্যাওয়ার্ড (সিজন ওয়ান) পর্বের সম্মাননা প্রাপ্ত জনপ্রিয় তারকাদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশে আকাশ সংস্কৃতি অর্থাৎ স্যাটেলাইট টিভির প্রবর্তক হিসেবে ড. মাহফুজুর রহমান চেয়ারম্যান এটিএন বাংলা ও এটিএন নিউজ, জনপ্রিয় চলচিত্র অভিনেতা রোশান, জনপ্রিয় চলচিত্র অভিনেত্রী বিন্দীয়া কবীর, সফল চলচিত্র নির্মাতা প্রতিষ্ঠান, জাজ মাল্টিমিডিয়া, সফল নাট্য পরিচালক ও বিটাকমের স্বত্বাধিকারী আনিসুজ্জামান, মায়ের ভূমিকায় জনপ্রিয় অভিনেত্রী রওশন আরা বেগম (শিখা), পার্শ্বচরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য কমল পাটেকার, দর্শক নন্দিত নাট্যকার ও পরিচালক ইদ্রিস হায়দার, বিনোদন সাংবাদিকতায় অনলাইন টিভি নতুন সংবাদের বিনোদন সাংবাদিক ইমরান আলী, দেশ টিভির বিনোদন সাংবাদিক দুলাল খান, রাইজিং বিডির বিনোদন সাংবাদিক রাহাত সাইফুল, অনলাইন এক্টিভিষ্ট ও গণমাধ্যমকর্মী রেজাউল হাসান সুজন, সফল শিশু সংগঠক লায়ন মজিবুর রহমান হাওলাদার, কন্ঠ শিল্পী (আঞ্চলিক) মো. রাজ্জাক বদৌ, কবি ও সংগঠক শেখ মো. আব্দুর রাজ্জাক শাকিল, কোরিওগ্রাফিতে এন. জে জীবন, জনপ্রিয় কন্ঠশিল্পী আকাশ সেন (কোলকাতা) মানব দাস (পশ্চিমবঙ্গ, ভারত), সাবরিনা হক সাবা, জনপ্রিয় রেডিও জকি (এফ এম) আর জে টুটুল, উপস্থাপনায় বিটিভি’র উপস্থাপক ডি. এম সাকলায়েন, শিশু শিল্পী বিভাগে জনপ্রিয় অভিনয়ে যৌথভাবে (শিশু) মৌমিতা-মুগ্ধতা, কন্ঠ শিল্পী (শিশু) আপন, ক্রিকেটার (শিশু) মো. তালহা জোবায়ের, বিজ্ঞাপন নির্মাতা হিসেবে এ্যাড এশিয়ার কর্নধার মোঃ রেজাউর রহমান (সেলিম রেজা), জনপ্রিয় অভিনেত্রী মডেল সুলতানা চৌধুরী, সাংস্কৃতিক পৃষ্টপোষক- দেশ গ্রুপের চেয়ারম্যান মফিজুর রহমান লিটন, শরীফ আবুল বাশার, ফরিদুল ইসলাম লিটন, মো. ইসমাইল, মো. অহিদুর রহমান, ইভেন্ট ব্যবস্থাপনায় টাটা সাউন্ড ও স্কাই ইভেন্ট এর সিইও মোঃ আলতাফ হোসেন (মন্টু), বিশিষ্ট সাংবাদিক ও অনুষ্ঠান উদ্যাপন কমিটি আহবায়ক মো. হাসান আলী রেজা (দোজা), সদস্য সচিব, পরিচালক অনুষ্ঠান, আই টিভি অনলাইন এ আই সোহেল চৌধুরী। মিউচুয়াল-আই ষ্টার এ্যাওয়ার্ড (সিজন ওয়ান), স্পন্সর কোম্পানী মিউচুয়াল প্রপার্টিজ লিমিটেড, পাওয়ার্ড বাই প্রমি এগ্রো ফুডস, কো-স্পন্সর- টাটা সাউন্ড এন্ড দেশ গ্রুপ। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা, পাক্ষিক বার্তা প্রবাহ এবং পিপলস রেডিও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় টিভি রেডিও উপস্থাপক ডি এম সাকলায়েন।




Archives
Image
আয়কর রিটার্ন দেওয়ার সময় বাড়ানোর আভাস
Image
শিগগির স্থগিত ৩ বিসিএস নিয়ে সিদ্ধান্ত নেবে পিএসসি
Image
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটসহ ১৪ হাসপাতালের নাম পরিবর্তন
Image
বরিশালে পলিথিনের বিরুদ্ধে অভিযান
Image
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু