৬ জেলার ২১ আসনে দলীয় প্রার্থীর হওয়ার দৌড়ে বিএনপির ৪৫ নেতা মনোনয়ন পত্র জমা
বরিশাল-৫ আসনে এ্যাড: সরোয়ারের মনোনয়ন জমা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগের ৬ জেলার ২১ আসনে দলীয় প্রার্থীর হওয়ার দৌড়ে বিএনপির ৪৫ নেতা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনয়ন বিতরনের চতুর্থ দিনে ওই নেতারা জমা দিয়েছেন। এছাড়াও বরিশাল-৫ আসনে এ্যাড: মোয়াজ্জেম হোসাইন আলাল এবং বরিশাল-৪ আসনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানসহ ২২ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাছরিন। তিনি জানান, বরিশাল-৫ আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড: বিলকিস জাহান শিরিন, মহানগর বিএননপির সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড: আবুল কালাম শাহীন, বরগুনা ২ আসনে নুরুল ইসলাম মনিসহ ৪৫ নেতা।