|
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শাহে আলমের জনপ্রিয়তা আকাশচুম্বী
বরিশাল-২ আসনে নৌকার পালে হাওয়া লেগেছে বেশ জোরে শোরেই
মোঃ আনিছুর রহমান মিলন : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানারীপাড়ায় নৌকার পালে হাওয়া লেগেছে বেশ জোরে শোরেই। বানারীপাড়া/উজিরপুর বরিশাল–২ আসনে আওয়ামী লীগের নৌকার মাঝি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলম তালুকদার মনোনয়ন পাওয়ায় নির্বাচনে সকলের মাঝে আনন্দের জোয়ার বয়ে চলেছে। বানারীপাড়া/উজিরপুর বাসীর সকলের এতদিনের মনের আশা পূর্ণ হওয়ায় সকল শ্রেনীর মানুষ নিজ নিজ উদ্দ্যগে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছে। এ ছাড়াও যারা এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিল তারাও শাহে আলমের পক্ষে, নৌকার পক্ষে, শেখ হাসিনার পক্ষে, উন্নয়নের পক্ষে দিনভর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দুই উপজেলার নেতা কর্মীদের সাথে নিয়ে উঠান বৈঠক, গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নৌকার কান্ডারী শাহে আলম, তেমনি ভাবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন বঞ্চিত বানারীপাড়া উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, সাবেক ছাত্রলীগ নেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী সৈয়দা রুবিনা আক্তার মীরা, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আনিছুর রহমান। মনোনয়ন বঞ্চিত অন্য নেতাদের এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি, তবে তারাও এলাকায় ২/১ দিনের মধ্যে এসে নৌকার পক্ষে কাজ করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অপরদিকে ধানের শীষ প্রতিকের প্রার্থী শরফুদ্দিন আহম্মেদ সান্টুর পক্ষে দায়সারা ভাবে প্রচারণা লক্ষ্য করা যায়। দুই উপজেলার কোথাও তাদের নেতাকর্মীদের প্রচার প্রচারণা তেমন লক্ষ্য করা যায় না, তবে প্রার্থী নিজে যেখানে গণসংযোগ ও প্রচারণায় যায় সেখানে তার সাথে কিছু নেতাকর্মীর দেখা পাওয়া যায়। অন্যদিকে বানারীপাড়া/উজিরপুর বরিশাল–২ আসনের হাতপাখা, ট্রাক ও আম মার্কার প্রার্থীদের গণসংযোগ বা প্রচারণায় কোন নেতাকর্মী দেখা না গেলেও কিছু পোষ্টার দেখা যায়। এবারের নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শাহে আলমের জনপ্রিয়তা আকাশচুম্বী হওয়ায় অন্যসব প্রার্থীদের প্রচারণা অনেকাংশে কম বলে অভিজ্ঞ মহলের ধারণা। এলাকার অনেকেই বলেছেন, শাহে আলম এই দুই উপজেলার মানুষের কাছে অত্যান্ত জনপ্রিয়। তাই দলমত, ধর্ম বর্ণ বিচার না করে সবাই ঐক্যবদ্ধ হয়েছে শাহে আলমকে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী করতে। এই আসনে নৌকার কান্ডারী মোঃ শাহে আলমের বিজয় এখন শুধু সময়ের ব্যাপার বলে এই আসনের আপমর জনতা মনে করেন।
Post Views:
১,৩৫৯
|
|