|
বানারীপাড়া/উজিরপুর বরিশাল-২ আসনে নির্বাচনী প্রচারনা চলছে একাধিক মনোনয়ন প্রত্যাশীর
বরিশাল-২ আসনে নির্বাচনী হাওয়া বইছে জোরেশোরে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকী মাত্র ৩মাস। নির্বাচনকে ঘিরে বানারীপাড়া/উজিরপুর বরিশাল-২ আসনে নির্বাচনী প্রচারনা চলছে একাধিক মনোনয়ন প্রত্যাশীর। বানারীপাড়া উপজেলা থেকে এবারে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সভাপতি, ৯০’র গন-অভ্যুত্থানের প্রনেতা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শাহে আলম তালুকদার, বানারীপাড়া উপজেলা পরিষদের তিন তিনবার নির্বাচিত বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, বরিশাল জেলা আওয়ামী লীগের সন্মানীত সদস্য, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনপ্রিয় জননেতা তৃনমূল নেতা কর্মীদের প্রিয়জন আলহাজ্ব গোলাম ফারুক, এবারই প্রথম মাঠে এসে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশায় বানারীপাড়া /উজিরপুরের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে নেতা কর্মী ও সাধারন মানুষের কাছে তার প্রার্থিতা প্রকাশ করছেন জননেত্রী শেখ হাসিনা পরিষদের কার্যকরী সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন গোলন্দাজ, প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন শেরে বাংলার দৌহিত্র এ কে ফাইয়াজুল হক রাজু এবং ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক। উজিরপুর উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক সিনেট সদস্য, চাখার ফজলুল হক কলেজের সাবেক ভিপি, ৭১’র মুক্তিযুদ্ধ চলাকালীন হাবিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান খান, সৈয়দ মাইনুল হক, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সুখেন্দুনাথ।
মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি
Post Views:
১,৭১৩
|
|