মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে এ্যানেক্স ভবনের সম্মেলন কক্ষে করোনাভাইরাস ভ্যাক্সিন প্রদানের লক্ষ্যে সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সহ সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন বিষয়ক কমিটির সমন্বয় সভায় উপস্থিত ছিলেন-কমিটির সম্মানিত সদস্য মাননীয় পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার’র প্রতিনিধি উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত পত্রের নির্দেশনানুযায়ী প্রাথমিকভাবে প্রাপ্ত করোনাভাইরাসের ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে নাগরিকদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণের জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রাথমিকভাবে প্রাপ্ত ভ্যাকসিন মহামারী মোকাবেলায় নিয়োজিত সম্মুখ সারির কর্মী, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠীসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের জন্য সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা সহ সার্বিক বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।
উল্লেখ্য, উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন-বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার ডঃ অমিতাভ সরকার, কমিটির সকল সদস্যবৃন্দ সহ বরিশালের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ।