বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর রুপা জেল হাজতে
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সংরক্ষিত আসনের কাউন্সিলর ইসরাত আমান রূপাকে (৩০) বৃহস্পতিবার জেলে হাজতে পাঠিয়েছে আদালত। এর আগে একটি হত্যা প্রচেষ্ঠা মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে ওই কাউন্সিলরকে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি আওলাদ হোসেন বলেন, সোমবার রাতে নগরীর নগরীর জিয়া সড়কে মান্না পাহাড়িকে নির্মমভাবে কুপিয়ে জখম ঘটনা ঘটে। ওই ঘটনায় মান্নার স্ত্রী কাজল বেগম বুধবার রাতে রূপাকে হুকুমের আসামী করে মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কাউন্সিলর রূপার নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড ২য় লেনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক মো. রেজাউল ইসলাম শাহ বলেন, আসামীকে গ্রেপ্তারের পর চীফ মেট্রোপলিটন ম্যাজিট্রোট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক হত্যা প্রচেষ্ঠা মামলার আসামী রুপার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। তিনি আরো বলেন, মামলার অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।
মান্না পাহাড়ির স্ত্রীর দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, কয়েকমাস আগে সাপের বাক্সে ইয়াবা বহন করার প্রস্তাব দিয়েছিল যুবলীগ কর্মী তরিকুল ইসলাম রাজা। এতে রাজী না হওয়ায় মান্না পাহাড়িকে হত্যার হুমকি দেয় কাউন্সিলর রূপা ও রাজা। ওই ঘটনায় রূপা ও রাজার বিরুদ্ধে কোতোয়ালী থানায় সাধারন ডায়েরী করেছিরেন মান্না পাহাড়ি। এর জের ধরে রূপার নির্দেশে রাজার নেতৃত্বে একদল সন্ত্রাসী সোমবার রাতে মান্না পাহাড়িকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে কুপিয়েছে। হত্যাচেষ্টা মামলার অপর আসামীরা হলো- সরজিৎ চন্দ্র রায় ওরফে সবুজ, মো. ফিরোজ, মাসুদ মোল্লা ও রফিকুল ইসলাম বাদশা।
Post Views:
১,৪৬০
|