Current Bangladesh Time
বৃহস্পতিবার ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচনে নির্বাচিত হলেন যারা 
Sunday October 14, 2018 , 4:41 pm
Print this E-mail this

৯টি ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন

বরিশাল সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচনে নির্বাচিত হলেন যারা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) স্থহিত থাকা কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। পুনঃ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী কাউন্সিলর সেলিনা বেগম নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকী সকল পদে আওয়ামীলীগের কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছে। শনিবার ১৩ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ভোট গ্রহন করা হয়। এতে ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৯টি কেন্দ্রে পুনঃ ভোটে বিজয়ী কাউন্সিলররা হলেন-১নং ওয়ার্ডে আওয়ামী লীগের আমীর বিশ্বাস, ১৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের তৌহিদুল ইসলাম ছাবিদ, ১৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের গাজী আক্তারুজ্জামান হিরু, ২২নং ওয়ার্ডে আওয়ামী লীগের আনিছুর রহমান দুলাল, ২৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এনামুল হক বাহার ও ২৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের আনিছুর রহমান শরীফ। এছাড়া তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের দুটিতে বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সংরক্ষিত-৫ (১৩.১৪.১৫) নং ওয়ার্ডে ইসমত আরা লাভলী, সংরক্ষিত-৬ (১৬.১৭.১৮) নং ওয়ার্ডে আ’লীগের গায়েত্রী সরকার পাখি ও সংরক্ষিত-৯ (২৪.২৫.২৬) নং ওয়ার্ডে বিএনপি নেত্রী সেলিনা বেগম পূণরায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সাধারণ ১নং ওয়ার্ডে আমির বিশ্বাস ঠেলাগাড়ি প্রতীক নিয়ে মোট ৩ হাজার ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র প্রার্থী শহিদুল হাসান মামুন লাটিম প্রতীক নিয়ে পেয়েছেন ৯৯৭। ১৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের তৌহিদুল ইসলাম ছাবিদ ঠেলাগাড়ি প্রতীক নিয়ে ২ হাজার ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শাকিল হোসেন পলাশ লাটিম প্রতীক নিয়ে এক হাজার ৫৯৬ ভোট পেয়েছেন। এছাড়া ১৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের গাজী আক্তারুজ্জামান হিরু ২ হাজার ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র প্রার্থী আনোয়ার হোসেন ঘুড়ি প্রতীক নিয়ে ৪৮০ ভোট পেয়েছেন। ২২নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী মো. আনিছুর রহমান দুলাল ঠেলাগাড়ি প্রতীক নিয়ে ২ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র প্রার্থী আ.ন.ম সাইফুল আহসান আজিম ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬৮ ভোট। ২৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এনামুল হক বাহার ঘুড়ি প্রতীক নিয়ে ৩ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমরান চৌধুরী জামাল ঠেলাগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪৩৩ ভোট। এছাড়া ২৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী শরীফ আনিছুর রহমান ঠেলাগাড়ি প্রতীক নিয়ে ২ হাজার ৬৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী ও বর্তমান কাউন্সিলর ফিরোজ আহমেদ টিফিন কেরিয়ার প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৮০৮ ভোট। এছাড়া সংরক্ষিত-৫নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী ইসমত আরা লাভলী ৫ হাজার ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর কামরুন্নাহার রোজী পেয়েছেন ৪ হাজার ৬৬৪ ভোট। সংরক্ষিত-৬নং ওয়ার্ডে আ’লীগের প্রার্থী গায়েত্রী সরকার পাখি ২ হাজার ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মজিদা বোরহান পেয়েছেন ২ হাজার ১১ ভোট। এছাড়া সংরক্ষিত-৯নং ওয়ার্ডে বিএনপি’র সেলিনা বেগম ৭ হাজার ৭৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী ডালিম বেগম পেয়েছেন ৭ হাজার ৬৭৫ ভোট।




Archives
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ
Image
নতুন দলের নেতৃত্বে কারা আসছেন, যা জানা গেল
Image
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির
Image
জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বৃহস্পতিবার