Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৮:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সিটিতে মেয়র হওয়ার দৌড়ে ৮ প্রার্থী 
Friday June 29, 2018 , 7:37 pm
Print this E-mail this

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই, ১০ জুলাই দেয়া হবে প্রতীক বরাদ্দ, ভোটগ্রহণ হবে ৩০ জুলাই

বরিশাল সিটিতে মেয়র হওয়ার দৌড়ে ৮ প্রার্থী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ-বিএনপিসহ ৮ প্রার্থী। সর্বশেষ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এছাড়া মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২০ দলীয় জোটের শরীক খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী এ কে এম মাহবুব আলম মনোনয়নপত্র জমা দেন। অবশ্য এর একদিন আগে অর্থাৎ বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী জেলার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন তাপস, একই দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আহ্বায়ক বশির আহমেদ ঝুনু, কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি এ কে আজাদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমান মাহবুব। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার (২৮ জুন) বিকেল পর্যন্ত ৮ মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বির সংখ্যা ৮ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র সংগ্রহ করা ১৪২ জনের মধ্যে ১১৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৩ জনের মধ্যে ৩৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুন) বেলা আড়াইটার দিকে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার। এ সময় তার সঙ্গে দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। বিকেল ৪টার দিকে মনোনয়নপত্র জমা দেন খেলাফত মজলিসের বরিশাল মহানগর সেক্রেটারী অধ্যাপক এ কে এম মাহবুব আলম। বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করা ১৪২ জনের মধ্যে ১১৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৩ জনের মধ্যে ৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ৩১ মে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই হবে ১ ও ২ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। ১০ জুলাই দেয়া হবে প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ হবে ৩০ জুলাই। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৫৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৬২৭ জন।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার