Current Bangladesh Time
বুধবার জুলাই ৩০, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন 
Saturday June 21, 2025 , 7:31 pm
Print this E-mail this

নিকুঞ্জ বালা পলাশ সভাপতি, শাহীন হাসান সম্পাদক

বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (জুন ২১) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে আগামী এক বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘আমার দেশ’ পত্রিকার নিকুঞ্জ বালা পলাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ‘বাংলাভিশন’ এর শাহীন হাসান। বিদায়ী সভাপতি ও দৈনিক সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি এম জহির (সকালের সময়), সহ-সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মর্তুজা জুয়েল (দীপ্ত টিভি), দপ্তর সম্পাদক খোকন আহম্মেদ হীরা (জনকণ্ঠ), প্রচার সম্পাদক আরিফ হোসেন (বিজয় টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাঈদ পান্থ (চ্যানেল আই), এছাড়াও সদস্য হিসেবে রয়েছে, সুমন চৌধুরী (সমকাল), এম মিরাজ হোসাইন (বণিক বার্তা), আযাদ আলাউদ্দিন (নয়াদিগন্ত), সুখেন্দু এদবর (একুশে টিভি), ও নাসির উদ্দিন (যুগান্তর)। সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সুমন চৌধুরী। এতে বক্তব্য রাখেন-বরিশালের প্রবীণ সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন, খান রফিক, এম সোহাগ, অপূর্ব অপু, মর্তুজা জুয়েল, এম লোকমান হোসেন, আরিফুল ইসলাম ও ফাহিম ফিরোজ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের ঐক্য, পেশাগত উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।




Archives
Image
বরিশাল শেবাচিমের অব্যবস্থাপনা ও ভোগান্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
Image
বরিশালে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
Image
বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই : প্রধান উপদেষ্টা
Image
বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
Image
বরিশালে সংঘবদ্ধ ট্রলার চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার