Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৭, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সহ সব অঞ্চলেই ঘটছে ওড়না পেঁচিয়ে মৃত্যুর ঘটনা 
Friday September 28, 2018 , 6:08 pm
Print this E-mail this

না চালক না যাত্রী-কেউ এ ব্যাপারে সতর্ক নন, এ ধরনের মৃত্যুর ঘটনা মেনে নেয়া সত্যিই খুব কঠিন

বরিশাল সহ সব অঞ্চলেই ঘটছে ওড়না পেঁচিয়ে মৃত্যুর ঘটনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে ওড়না পেঁচিয়ে মৃত্যুর মত ঘটনা ঘটছে না! কিন্তু এত মৃত্যুর পরও কারও যেন কোনো হুঁশ হচ্ছে না। ওড়না পেঁচিয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। উদ্বেগের বিষয় হচ্ছে এই ধরনের মর্মান্তিক মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ ধরনের ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সচেতনতা বৃদ্ধিসহ কী উপায়ে এ ধরনের মৃত্যু রোধ করা যায় সেদিকে নজর দিতে হবে। মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নিহত হয়েছেন অনেকে। কিন্তু এত মৃত্যুর পরও কারও কোনো হুঁশ হচ্ছে না। সাধারণত: সিএনজি অটোরিকশা, রিকশা, ইজিবাইক, মোটরসাইকেলের মতো যানবাহনে এ ধরনের ঘটনা ঘটছে। না চালক না যাত্রী-কেউ এ ব্যাপারে সতর্ক নন। অন্য কেউ আবার বিষয়টি দেখে সর্তক করলেও তখন ঘটে নানা বিপত্তি। সে-ই মহিলা বা বোনটি বলেই বসেন, ‘আপনাদের কোন দরকার আছে, আমার ব্যাপার আমি বুঝবো, আপনাদের কোন দরকার আছে?’ প্রশ্ন: আর কত জান গেলে এদের হুঁশ ফিরবে? এ ধরনের মৃত্যুর ঘটনা মেনে নেয়া সত্যিই খুব কঠিন। ওড়না পেঁচিয়ে মৃত্যু রোধ করতে হলে সবার আগে প্রয়োজন সচেতনতা। এ ব্যাপারে গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকেও তাদের করণীয় ঠিক করতে হবে মৃত্যু রোধে। সবার কাছেই জীবন অনেক মূল্যবান। একটু অসতর্কতার কারণে অকাতরে সেই জীবন চলে যাবে-এটা মেনে নেয়া যায় না। যানবাহনে ভ্রমণের সময় ওড়না যাতে পেঁচিয়ে না যায় এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যে ধরনের যানে ওড়না পেঁচিয়ে যাওয়ার আশঙ্কা আছে সেসব যানবাহনে উঠা, বসার সময় ওড়না যাতে চাকায় পেঁচাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, কেবলমাত্র সতর্কতাই আপনার আমার জীবন রক্ষা করতে পারে।

 




Archives
Image
দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন
Image
গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত, স্টার কাবাবের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
Image
বরিশালে অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট ও উত্তোলন
Image
কারসাজি করে বাড়ানো হয়েছে ডিমের দাম