|
কার্যকরি পরিষদ অনুমোদন
বরিশাল সরকারি বি এম কলেজ সন্ধানী ডোনার ক্লাব
সন্ধানী ডোনার ক্লাব, সরকারি বি এম কলেজ বরিশাল-এর কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০১৭-১৮ সেশনের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ অনুমোদিত হয়।২০১৬-১৭ সেশনের সভাপতি মোঃ এনামুল হক তপুর সভাপতিত্ত্বে সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক, সন্ধানীর উপদেষ্টা জনাব এম এম তারিকুজ্জামান,সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা জুবায়েদ রাসেল, মো: মুদিরুল ইসলাম পিয়াস, বায়জিদ মল্লিক, আশিকুর রহমান
শাওনসহ সন্ধানীর অন্যান্য সদস্য বৃন্দ।উক্ত সভায় ২০১৭-১৮ সেশনের জন্য সভাপতি মো: এনামুল হক তপু ও সাধারণ সম্পাদক সানজিদা খানম মিতু নির্বাচিত হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলঃসহ-সভাপতি-১-জান্নাত আরা খানম, সহ-সভাপতি-২-খাইরুন নাহার লিমা,সহ-সাধারন সম্পাদক-ইমাম হাসান, সাংগঠনিক সম্পাদক-রুবেল মিয়া, অর্থ সম্পাদক-আশিফুল আলম নিশাত, প্রচার সম্পাদক -কিরন, রক্তদান সম্পাদক-রাহাত মাহমুদ, সমাজ কল্যান সম্পাদক-আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক-চিন্ময়, শিক্ষা ও পরিসংখ্যান সম্পাদক-ইসরাত ও কার্যকরি সদস্য-সালমান খন্দকার, উতপল, সাইদ, দিপ্ত, আশরাফুল ও শিপ্রা।
Post Views:
১,১৯০
|
|