পানির সাথে হঠাৎ করে বালু ও ময়লা উঠে আসতে শুরু করে, যা দেখতে অনেকটা কাঁদা পানির মতো
বরিশাল সদর হাসপাতালে ০৪ দিন ধরে পানি সংকট
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টানা ০৪ দিন ধরে বরিশাল সদর (জেনারেল) হাসপাতালে পানি নেই। ফলে হাসপাতালে ভর্তিকৃত রোগী, চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে করে ব্যহত হচ্ছে রোগীদের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম। হাসপাতালে ভর্তিকৃত রোগীর স্বজনরা জানান, গত বৃহস্পতিবার থেকে পানির অভাবে রোগী নিয়ে তাদের হাসপাতালে থাকাটাই দায় হয়ে দাঁড়িয়েছে। কষ্ট এড়াতে কেউ কেউ ছাড়পত্র নিয়ে অন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। সামগ্রিক ব্যবহারের জন্য তাদের বাহির থেকে পানি আনতে হচ্ছে। আর খাবার পানি পুরোটাই কিনে পান করতে হচ্ছে। পানির অভাবে হাসপাতালের ভেতরের শৌচাগারের অবস্থা বেশ খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ দেলোয়ার হোসেন জানান, হাসপাতালে সেন্ট্রালি পানির সাপ্লাইয়ের জন্য গভীর নলকূপ রয়েছে। গত বৃহস্পতিবার থেকে ওই গভীর নলকূপ থেকে পানির সাথে হঠাৎ করে বালু ও ময়লা উঠে আসতে শুরু করে, যা দেখতে অনেকটা কাঁদা পানির মতো। তিনি বলেন, এর পরপরই বিষয়টি সিভিল সার্জন ও প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। তারা সরেজমিন পরিদর্শন করার পর রবিবার সকাল থেকে কাজও শুরু করেছেন।