|
| | | |
চৌধুরী অপটিক্যাল নামে সদর রোডে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে
বরিশাল সদর রোডের ব্যবসায়ি সরোয়ার চৌধুরী ইয়াবাসহ আটক
স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর চৌধুরী অপটিক্যালের মালিক সরোয়ার চৌধুরীকে (৫৫) ইয়াবাসহ আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।আটকের বিষয়টি শনিবার বিকেলে ডিবি পুলিশ অফিস ইমেল বার্তায় নিশ্চিত করেছে।আটক সরোয়ার চৌধুরী শহরের ২ নম্বার ওয়ার্ডের কাউনিয়া ১ম গলির চৌধুরী ম্যানশনের মালিক একে কাদের চৌধুরীর ছেলে।বরিশাল সদর রোডে তার মালিকানাধীন চৌধুরী অপটিক্যাল নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।ওই ইমেল বার্তায় ডিবি পুলিশ জানায়,শুক্রবার গভীর রাতে উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন কাউনিয়া এলাকার চৌধুরী ম্যানশনে অভিযান চালিয়ে ৬৭ পিস ইয়াবাসহ সরোয়ার চৌধুরীকে আটক করেন।পরবর্তীতে এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পরবর্তী তাকে হস্তান্তর করেন।
Post Views:
২২৯
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|