Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সদর উপজেলার চরকাউয়া সড়ক ও পুল কালভার্টের সংস্কারের দাবীতে মানববন্ধন 
Monday March 19, 2018 , 8:56 pm
Print this E-mail this

স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে সাকোর উপর দিয়ে চলাচল করছে

বরিশাল সদর উপজেলার চরকাউয়া সড়ক ও পুল কালভার্টের সংস্কারের দাবীতে মানববন্ধন


বরিশাল সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নের চরকরনজীতে সড়ক ও কালভার্ট নির্মানের দাবীতে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। আজ (১৯-০৩-১৮) সোমবার সকাল ১১টায় চরকরনজী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শহীদ আলম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাম মাহাবুব খান, ব্যবসায়ী রিয়াজুল ইসলাম, চরকরনজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র দাস, সহকারী শিক্ষক আলাউদ্দিন খান, সালাম জোমাদ্দার হকার্স ইউনিয়নের সভাপতি মাইনুল ইসলাম মনির। মানববন্ধনে বক্তারা বলেন, বেলতলা থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত সড়কের বেহাল দশা, কোন অন্তঃস্বত্তা মা-বোনকে বা মুমূর্ষ রোগীকে যদি হাসপাতালে নিতে হয় তাহলে পরতে হয় চরম ভোগান্তিতে কারন নেই কোন যানবাহনেরর ব্যবস্থা নিতে নিতে পথে হয় মৃত্যু নইলে শারীরিক অবনতি ঘটে। দীর্ঘ ১৫ বছর এই সড়কটি নাজেহাল অবস্থায় পরে আছে নেই কোন উন্নয়নের ছোঁয়া। বক্তারা আরো বলেন, সিডরের সময় কর্ণকাঠী থেকে চরকরনজী সংযোগ সড়কের পুলটি ভেঙ্গে যাওয়ার পর থেকে দীর্ঘ ১২ বছরেও এই পুলটি সংস্কার হয়নি। স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে সাকোর উপর দিয়ে চলাচল করছে। এতগুলো বছর পার হওয়ার পরও কোন উদ্যোগ গ্রহন করেনি স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি। তার কাছে দাবী নিয়ে গেলে তিনি এমপির দোহাই দেন। সড়কটির বেহার হওয়ার কারনে চরকরনজী স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য লাখ লাখ টাকা বরাদ্দ করা হলেও এই ওয়ার্ডে তার কোন ছোঁয়া লাগেনি। ফলে এই এলাকার মানুষ চরম অবহেলার মধ্যে বসবাস করছে। এমতাবস্থায় এলকার সাধারণ মানুষ, কোমলমতি শিশুরা দ্রুত সড়ক সংস্কার ও পুলগুলো নির্মাণের জন্য শিক্ষার্থীরা আজ রাস্তায় এসে দাড়িয়েছে। তাদের একটাই দাবী – এই অবহেলিত ৭নং চরকরনজীর পুল কালভার্ট সহ সড়কের উন্নয়নের দাবী জানান।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
বরিশাল শেবামেকে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে সুনসান নীরবতা
Image
আ. লীগের নৈরাজ্য-হরতালের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Image
শিক্ষার্থীদের ৬ ঘণ্টার আল্টিমেটাম, প্রো-ভিসিসহ ৩ জনকে দায়ী উপাচার্যের
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ