Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৬:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবামেক হাসপাতালের পরিচালক পদে সেনা কর্মকর্তা 
Thursday November 7, 2024 , 8:51 pm
Print this E-mail this

দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া হাসপাতালটিতে চিকিৎসার মান উন্নয়নে

বরিশাল শেবামেক হাসপাতালের পরিচালক পদে সেনা কর্মকর্তা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) থেকে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (অক্টোবর ৭) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিতও করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মুনীর

যেখানে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের নতুন প্রস্তাবিত পদ ও কর্মস্থল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদ। আর এ লক্ষ্যে তাকে বদলিপূর্বক স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা শেবামেক হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) থেকে নিয়োগের দাবি জানিয়ে আসছিল। তাদের দাবি এতে করে দীর্ঘদিনে দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া হাসপাতালটিতে চিকিৎসার মান যেমন উন্নয়ন হবে, তেমনি দক্ষিণাঞ্চলের মানুষের আস্থার স্থলটিতে নতুন একটি মাত্রা যোগ হবে। সেই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, ঠিকাদারি সিন্ডিকেট ভেঙে ফেলা, জনবল সংকটসহ ভোগান্তিগুলোও লাঘব পাবে। পাশাপাশি রোগীরা আরও বেশি সেবা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের পরিচালক পদে দায়িত্ব নেওয়ার পর; তিনিই হবেন এ হাসপাতালের প্রথম পরিচালক যিনি সেনা কর্মকর্তা। তবে শেবামেক হাসপাতালের অনেক শিক্ষার্থী সেনাবাহিনীর বিভিন্ন পদে রয়েছেন।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার