মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) ডাকা কমপ্লিট শাটডাউনের তৃতীয় দিন বিক্ষোভ মিছিল বের করেছেন শিক্ষার্থীরা। বুধবার (ফেব্রুয়ারি ১৯) দুপুর ১২টার দিকে কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে বান্দরোডে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, দেশের অন্যতম প্রধান চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও শিক্ষক সংকটের কারণে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় অ্যাকাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্টে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে মেডিকেল শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজে ৬০ শতাংশের ওপরে শিক্ষকের পদ শূন্য রয়েছে। আমরা চাই দ্রুত শূন্য পদে শিক্ষকদের পদায়ন হোক। সাম্প্রতিক সময়ে বিনা কারণে বদলি শিক্ষকদের ফিরিয়ে আনা হোক।