Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৩, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালে কর্মচারীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন 
Thursday August 14, 2025 , 9:49 pm
Print this E-mail this

কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে

বরিশাল শেবাচিম হাসপাতালে কর্মচারীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে সুষ্ঠু কর্ম পরিবেশের দাবিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন চলাকালে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: এ কে এম মশিউল মুনীর স্বাক্ষরিত এক আদেশে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কমিটিতে হাসপাতালের উপ-পরিচালক ডা: এস এম মনিরুজ্জামানকে প্রধান করা হয়েছে। অন্যান্য সদস্য হলেন-সার্জারি বিভাগের আর এস ইখতিয়ার আহসান, উপসেবা তত্ত্বাবধায়ক শাহানাজ পারভীন, প্রশাসনিক কর্মকর্তা আবদুল জলিল মিয়া ও ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল। ৪র্থ শ্রেণির কর্মচারী রাব্বি আল মামুন ফয়সাল জানিয়েছেন, শেবাচিম হাসপাতালের সুষ্ঠু কর্ম পরিবেশের দাবিতে সকল চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেন। এ সময় তাদের ওপর দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। এ হামলায় হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারী সাইফুল ইসলাম পারভেজ, রাব্বি, হাসান মোল্লা, রফিক পাটোয়ারি, শামিম, রাকিব, সেলিনাসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। তিনি বলেন, কর্মচারীদের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: শাখাওয়াত হোসেন সৈকত বলেন, কর্মচারীদের ওপর হামলার ঘটনা খুবই নিন্দনীয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জোর দাবি জানাচ্ছি। এর পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা আবারও কঠোর আন্দোলনে যাবো।




Archives
Image
বরিশাল-৩ আসনে সেলিমা নাকি জয়নুল আবেদীন, কে পাচ্ছেন ধানের শীষের মনোনয়ন?
Image
বরিশালে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১
Image
বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পথে পথে তল্লাশী
Image
ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন