Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ৯, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা 
Wednesday September 20, 2023 , 1:10 am
Print this E-mail this

আগুন নিয়ন্ত্রণে, হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিটি রুম এবং যন্ত্র খতিয়ে দেখেছে

বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের দ্বিতীয় তলার এক্সরে বিভাগে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (সেপ্টেম্বর ১৯) দিনগত রাত পৌনে ১০টার দিকে এক্সরে বিভাগের করিডোরে এই ঘটনা ঘটে। এদিকে, আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে রোগী ও স্বজনরা। এ সময় অনেকেই দৌড়ে হাসপাতালের বাহিরে চলে যান। যদিও ফায়ার সার্ভিস খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে অধিক গুরুত্ব বিবেচনায় দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের সদস্যরা ঘটনাস্থলে এসে এক্সরে বিভাগের করিডোরে একটি বৈদ্যুতিক (ডিপি) বোর্ডে আগুন জ্বলতে দেখে এক্সটিংগুইসার ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলি। তবে পরে আবার আগুন জ্বলে উঠে এবং সেটিও নেভানো হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক কোনো গোলযোগ থেকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনার পরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিটি রুম এবং যন্ত্র খতিয়ে দেখেছে। তবে বাহিরে থাকা এসি ছাড়া ভেতরের কোনো যন্ত্রের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তারা। আর গণপূর্ত বিভাগের ইলেকট্রিশিয়ানরা বিষয়টি নিয়ে কাজ করছে। হাসপাতালটির পরিচালক ডা: এইচএম সাইফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণের পর আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি এসি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন হাসপাতালের ওই বিভাগ ছাড়া সব স্থানে বিদ্যুৎ সরবরাহ ঠিক আছে। রোগী ও স্বজনদের ভয়ের কিছু নেই জানিয়ে তিনি বলেন, ঘটনার পেছনে কারও দায়িত্ব অবহেলা বা অন্য কিছু রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হবে। আর ঘটনা তদন্তে জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।




Archives

Image
ব‌রিশালে অডিশন চলছে ‘কুরআনের নূর’ প্রতিযোগিতার
Image
রোববার সারা দেশে মানববন্ধন করবে বিএনপি
Image
আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশাল মুক্ত দিবস উদযাপন
Image
বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
Image
চাকরি গেল বিসিসি’র ১৩৪ জনের, তালিকায় আরও ৫১ জন