Current Bangladesh Time
শুক্রবার জুলাই ৪, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালে শিক্ষানবিশ নার্সের ভুল ইনজেকশন পুশে মারা গেলেন রোগী 
Tuesday September 19, 2023 , 4:10 pm
Print this E-mail this

লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা-ডা: এইচএম সাইফুল ইসলাম, পরিচালক, শেবাচিম হাসপাতাল

বরিশাল শেবাচিম হাসপাতালে শিক্ষানবিশ নার্সের ভুল ইনজেকশন পুশে মারা গেলেন রোগী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে শিক্ষানবিশ নার্সের ভুলে মনোয়ারা বেগম নামের এক বৃদ্ধা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্যালাইনের মাধ্যমে দেয়া ইনজেকশন সারাসরি শিরায় পুশ করার সাথে সাথে নিস্তেজ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। সোমবার (সেপ্টেম্বর ১৮) সকাল সাড়ে ৯টার দিকে শেবাচিম হাসপাতালের মেডিসিন ভবনের তৃতীয় তলায় মেডিসিন ইউনিট-৩ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত মনোয়ারা বেগম (৭০) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নয়াভাঙ্গলী গ্রামের মৃত আব্দুল মজিদ চৌকিদারের স্ত্রী। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, মেডিসিন-৩ ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক ডা: মুহাম্মদ জুবায়ের হোসেন। তবে এ ধরণের কোন অভিযোগ পাননি বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক ডা: এইচএম সাইফুল ইসলাম। মৃতের ছেলে সেন্টু চৌকিদার জানান, পেটে ব্যাথা নিয়ে গত বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-৩ এর মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয় মনোয়ারা বেগমকে। গত চার দিনের চিকিৎসায় অনেকটা সুস্থ হয়ে ওঠেন তিনি। সোমবার সকালেও পরিবারের সদস্যদের সাথে সুস্থ-স্বাভাবিকভাবে কথা বলছিলেন তিনি। ইচ্ছে ছিল মঙ্গলবার তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার। তিনি বলেন, সকাল ৯টার দিকে একজন নার্স এসে রোগীর শিরায় কে.টি নামক ইনজেকশন পুশ করেন। এরপর মুহূর্তেই নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা। দ্রুত চিকিৎসককে ডাকা হলে তারা এসে সকাল সাড়ে ৯টায় মাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে স্বজনদের মাঝে ক্ষোভ এবং উত্তেজনার সৃষ্টি হয়।সেন্টু চৌকিদার বলেন, ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স রিতা ইনজেকশন সিরিঞ্জে ভরে রোগীর শরীরে পুশ করার জন্য শিক্ষাণবিশ (ইন্টার্ন) নার্স শায়েলা আক্তার বর্ণাকে বলেন। রোগীর শিরায় বর্ণা ইনজেকশন পুশ করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মা। ইউনিটের প্রধান  সহকারী অধ্যাপক ডা: মুহাম্মদ জুবায়ের হোসেনকে অভিযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে আমাদের শান্ত¡না দিয়ে পাঠিয়ে দেন। এ বিষয়ে ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক ডা: মুহাম্মদ জুবায়ের হোসেন বলেন, কয়েকজন স্বজন এমন অভিযোগ নিয়ে আসছিলেন। এখানে ভুল চিকিৎসা বা চিকিৎসকদের কোন অবহেলা ছিল না। কে.টি নামক ইনজেকশনটি শরীরের পটাশিয়াম বা লবণ পূরণ করে। ওই রোগীর শরীরে পটাশিয়ামের ঘাটতি ছিল। এজন্য তাঁকে কয়েকদিন ধরে ওই ইনজেকশনটি দেয়া হয়েছে। এতে তিনি অনেকটা সুস্থ হয়ে ওঠেন। তিনি বলেন, ইনজেকশন কে.টি স্যালাইনের সাথে মিশিয়ে সল্পগতিতে শরীরে প্রবেশ করানো হয়। আমরা ব্যবস্থাপত্রে সেভাবেই নির্দেশনা দিয়েছি। কিন্তু শুনেছি শিক্ষাণবিশ নার্স স্যালাইনে না মিশিয়ে সরাসরি রোগীর শিরায় পুশ করেছে। এজন্য রোগীর মৃত্যু হতে পারে। বিষয়টি নিয়ে সিনিয়র নার্সদের সাথে কথা বলেছি। কী ঘটেছিল, কার কারণে ঘটেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিতা বলেন, সকালে আমি ইনজেকশন রেডি করে ইন্টার্ন নার্স বর্ণার হাতে তুলে দিয়ে রোগীর স্যালাইনে মিশিয়ে দিতে বলেছি। কিন্তু সেটা না করে বর্ণা সরাসরি রোগীর শিরায় পুশ করেছে। এর কিছুক্ষণ পরেই শুনি রোগীর মৃত্যু হয়েছে। এটা ওই ইন্টার্নের অসাবধানতার কারণে হতে পারে। তবে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা: এইচএম সাইফুল ইসলাম বলেন, এমন কোন অভিযোগ আমার কাছে কেউ নিয়ে আসেনি। স্বজনরা এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা