প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালে নতুন পরিচালক ডা: মো: বাকির হোসেন
Tuesday March 27, 2018 , 1:53 pm
মেডিকেল কলেজ হাসপাতালের রোগী সেবার মানবৃদ্ধির লক্ষে সকলের সহযোগিতা কামনা করেছেন
বরিশাল শেবাচিম হাসপাতালে নতুন পরিচালক ডা: মো: বাকির হোসেন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হলেন স্বাস্থ্যমন্ত্রীর আস্থাভাজন ও বরিশালের মেহেন্দিগঞ্জের কৃতি সনমশান ডা: মো: বাকির হোসেন। রোববার (২৫ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের পার্ট-২ অধিশাখার যুগ্ম সচিব একেএম ফজলুল হক স্বাক্ষরিত এক আদেশে তাকে বরিশাল শেবাচিমের পরিচালক হিসেবে যোগদানের নির্দেশ দেয়া হয়। তিনি বর্তমানে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্প পরিচালক আছেন। আগামী সপ্তাহেই তিনি শেবাচিম হাসপাতালের ৬৩ তম পরিচালক হিসেবে যোগদান করবেন বলে নিশ্চিত করেছেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান ডা: মো: বাকির হোসেন ইতোপূর্বে বরিশাল শেবাচিম হাসপাতাল ও বরিশাল এবং সিভিল সার্জন অফিস ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তার ছাত্র ও সরকারি চাকুরী জীবনের বেশিভাগ সময়ই কেটেছে এই বরিশালেই। আগামী ২০২১ সালের ৭ মার্চ তিনি সরকারি চাকুরী জীবন থেকে অবসর নিবেন। ১৯৬২ সালের ৮ মার্চ তিনি পুরানো ঢাকার সূত্রাপুর থানার অন্তর্ভুক্ত এলাকাতে জন্মগ্রহণ করেন। তার পিতা আলতাফ হোসেন হাওলাদার ছিলেন বীর মুক্তিযোদ্ধা। মাতা নূর জাহান বেগম। তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের চর সন্তেষপুর গ্রামে। তিনি যুদ্ধকালীন কখনো ঢাকা আবার কখন বরিশালে প্রাথমিক শিক্ষা জীবন পার করেছেন। এরপর ১৯৭৭ সালে মুলাদীর দক্ষিণ কাজীর চর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৭৯ সালে ঢাকার জগন্নার্থ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮০ সালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ১১ তম ব্যাচে ভর্তি হন। সেখান থেকে ৮৫তে এমবিবিএস পাশ এরপর এই মেডিকেল কলেজ হাসপাতালেই ইন সার্ভিস (ইন্টার্ন) করেন এক বছর। ১৯৮৮ সালে তার সরকারি চাকুরী জীবন শুরু। ওই বছর থেকে ২০০২ সাল পর্যন্ত স্বরুপকাঠীর আটঘর কুড়িয়ানার সাব সেন্টার, নেছারাবাদ স্বাস্থ্য কেন্দ্র, বানারীপাড়া, আশুকাঠী ও মুলাদীতে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার ছিলেন। ২০১১ সালের মে মাসে তিনি বরিশালের ডিপুটি সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পান। এরপর ওই বছরের ৩১ মে ভোলার সিভিল সার্জন হন। ২০১৩ সালের ১ জানুয়ারি বাগেরহাটের সিভিল সার্জন হন ডা: মো: বাকির হোসেন। ফরিদপুরে ম্যাটস’র অধ্যক্ষ হিসেবে ২০১৭ সালের ৭ ফেব্রুরারি যোগদান করেন তিনি। ওই বছরই সেখান থেকে তাকে ১৯ অক্টোবর সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্প পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। তিনি বলেন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী সেবার মানবৃদ্ধির লক্ষে সকলের সহযোগিতা কামনা করেছেন।