Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৮, ২০২৪ ৮:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালে বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ’র উদ্বোধন 
Wednesday March 21, 2018 , 11:19 am
Print this E-mail this

সন্ধানী’র শেবাচিম ইউনিটের ব্যবস্থাপনায় বিনা মূল্যে রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়

বরিশাল শেবাচিম হাসপাতালে বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ’র উদ্বোধন


এলডিসি ষ্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ। যা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত এ বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন করা হবে। মঙ্গলবার (২০ মার্চ) বেলা ১১ টায় হাসপাতাল কম্পাউন্ডে এর উদ্বোধন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ ভাস্কর সাহা। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ আবদুল কাদির’র সভাপতিত্বে নিচ তলায় বহিঃর্বিভাগে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডাঃ মোঃ ইউনুস আলী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেবামেক’র উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ মাহসুমুল হক, সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সেবাতত্বাবধায়ক সেলিনা আক্তার, ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ, ৪র্থ শ্রেনী কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোঃ মোদাচ্ছের আলী সহ সিনিয়র স্টাফ নার্স, কর্মকর্তা ও কর্মচারী। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে টানা ৫ দিন বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহে রোগীদের স্বাস্থ্য সেবা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি মধ্যে রয়েছে উন্নয়নশীল দেশের পরিবেশে ন্যায় রোগীবান্ধব পরিবেশ তৈরি করতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আলোচনা, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যানার-ফেস্টুন সহকারে এ্যাপ্রোন পরিধান করে র‌্যালি ও মানববন্ধন, রোগীদের রক্তচাপ, ব্লাড গ্লুকোজ, ওজন ও উচ্চতা পরিমাপ করা, এসকল অসংক্রামক রোগে আক্রান্ত্রদের নিরাপদ রাখার লক্ষ্যে তাদের সাথে কাউন্সিলিং করা, বহিঃবিভাগে রোগীদের বিশেষ সেবা প্রদান (বিশেষ করে টিকাদান, শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো, গর্ভবতী মায়ের প্রসব ও পরবতী বিশেষ সচেতনতামূলক সেবা প্রদান), হাসপাতাল আরো পরিস্কার-পরিছন্ন রাখা। কর্মসূচীর অংশ হিসেবে ২২ মার্চ হাসপাতালে ভর্তিকৃত সকল রোগীর মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এর পাশাপাশি ২৫ মার্চ স্বাস্থ্য সেবা সপ্তাহের শেষ দিনে সেচ্ছাসেবী সংগঠন সন্ধানী’র শেবাচিম ইউনিটের ব্যবস্থাপনায় বিনা মূল্যে রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।




Archives
Image
দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন
Image
গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত, স্টার কাবাবের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
Image
বরিশালে অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট ও উত্তোলন
Image
কারসাজি করে বাড়ানো হয়েছে ডিমের দাম