Current Bangladesh Time
শনিবার জুলাই ১২, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে ৪ চোর আটক 
Wednesday May 11, 2022 , 8:38 pm
Print this E-mail this

আইনানুগ ব্যাবস্থা গ্ৰহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে ৪ চোর আটক


মুুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের টাকাসহ মুল্যবান মালামাল চুরির অভিযোগে ৪ চোরকে আটক করেছে জনতা। পরে তাদেরকে কোতয়ালী মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বুধবার (মে ১১) সন্ধ্যায় রোগী ও তাদের স্বজনরা ৪ চোরকে আটক করে হাসপাতালের নিরাপত্তারক্ষী আনসার সদস্যদের কাছে হস্তান্তর করে। পরে তারা পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃতরা হলেন-মাদারীপুরের পূর্বরাস্তি এলাকার মৃত রবি খানের ছেলে আল-আমিন (৩০), তছির উদ্দিন সরদারের ছেলে শুভ (২৮), খোকন খানের ছেলে আবু হানিফ (২৬) ও কুদ্দুস আলীর ছেলে সাগর (২৮)। হাসপাতালের নিরাপত্তারক্ষী আনসার সদস্যরা জানিয়েছেন, হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে ঘোরাঘুরি করলে রোগীর স্বজনরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তখন তারা এলোমেলো কথা বলেন। এতে তাদের সন্দেহ হওয়ায় চারজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশে দেয়া হয়েছে বলে আনসার সদস্যরা জানিয়েছেন। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল করিম বলেন, আটক ৪ জন বরিশাল শেবাচিম হাসপাতালে এসে রোগীর এবং স্বজনদের কাছ থেকে মোবাইল টাকা-পয়সা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার কথাও স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্ৰহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল