Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালকের দুর্নীতি তদন্তে কমিটি গঠন 
Thursday October 12, 2017 , 8:10 pm
Print this E-mail this

শীঘ্রই তদন্তে আসছেন স্বাস্থ্য মন্ত্রনালয়, কমিটি আগামী এক মাসের মধ্য তদন্ত স্বাপেক্ষে রিপোর্ট প্রদান করবেন

বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালকের দুর্নীতি তদন্তে কমিটি গঠন


সাইদুর রহমান পান্থ, অতিথি প্রতিবেদক : বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সদ্য বিদায়ী পরিচালক প্রফেসর ডা: এসএম সিরাজুল ইসলাম’র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়।বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্তে এ কমিটি গঠন করা হয়েছে।কমিটি আগামী এক মাসের মধ্য তদন্ত স্বাপেক্ষে রিপোর্ট প্রদান করবেন এ কমিটি।এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব(হাসপাতাল শাখা) ডা: মো: হাবিবুর রহমান।তিনি জানিয়েছেন,স্বাস্থ্য সেবা বিভাগের এক জন যুগ্ম পরিচালককে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তারা আগামী এক মাসের মধ্যে বরিশালে গিয়ে শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত করবেন।তিনি বলেন,দায়ের করা অভিযোগে দোষী সাব্যস্ত হলে ডা: সিরাজুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।হাসপাতাল সূত্র জানিয়েছে,কয়েক মাস পূর্বে হাসপাতালের ৪র্থ শ্রেনী কর্মচারীদের কোয়াটারের পুকুর থেকে লাখ লাখ টাকার সরকারি ওষুধ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।এ ঘটনায় মামলা ও আভ্যন্তরীন একাধিক কমিটি করা হয়।আটক করা হয় সিনিয়র স্টাফ নার্সসহ ৩ জনকে।হাসপাতাল থেকে এ ওষুধ চুরি দীর্ঘ দিন হয়ে আসছিল।কিন্তু এ বিষয়ে কোন প্রকার তদারকি করেননি সাবেক পরিচালক ডাঃ সিরাজ।এছাড়া বেআইনী ভাবে ৩ জনকে অস্থায়ী ভিত্তিতে হাসপাতালের প্যাথলজি বিভাগে নিয়োগ প্রদান ও পৌনে দুই কোটি টাকায় হাসপাতালের সংস্কার কাজে দুর্নীতির অভিযোগে এ তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়।জানা গেছে,অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ৩ জন স্টাফের মধ্যে একজন বরিশালের এক প্রভাবশালী নেতার তদবিরে নিয়োগ দেয়া হয়।এছাড়া বাকী দুই জন্য হাসপাতাল পরিচালক নিজ ক্ষমতার বলে নিয়োগ প্রদান করেন।এসব দুর্নীতির বিষয়ে চলতি মাসের যে কোন দিন স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে তদন্ত কমিটি আসবে বলে সূত্র নিশ্চিত করেছে।জানা গেছে,হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ রয়েছে।পর্যায়ক্রমে এ সব বিষয়েও তদন্ত করা হবে বলে স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে।এব্যাপারে শেবাচিম হাসপাতাল থেকে গত ২৯ সেপ্টেম্বর অবসরে যাওয়া পরিচালক প্রফেসর ডা: এসএম সিরাজুল ইসলাম বলেন,তদন্তের বিষয়ে তিনি কিছু জানেন না।তার কাছে এ বিষয়ে কোন নোটিশও আসেনি।

 

 

 

 

 

 




Archives
Image
বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ
Image
বরিশালে জসিম উদ্দিনের অস্ত্র জমা নিয়ে গনমাধ্যমে তথ্য বিভ্রাট
Image
ইউনূস-মোদি বৈঠক হবে কিনা, যা বলছেন বিশ্লেষকরা
Image
দিল্লি হয়ে শনিবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু
Image
ছুটিতে থাকা পুলিশ সদস্যের কাণ্ড : প্রকাশ্যে তরুণকে মারতে মারতে থানায়