বরিশাল শেবাচিম এ ডেঙ্গু রোগীদের পাশে এমপি রুবিনা মিরা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসারত ডেঙ্গু রোগীদের চিকিৎসার তদারকি করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা হক মিরা। শনিবার বেলা দুইটায় তিনি স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বরিশাল শেবাচিম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আক্রান্ত রোগীদের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা প্রদানের ব্যাপারে হাসপাতাল প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বরিশাল শেবাচিম পরিচালক মোঃ বাকির হোসেন। এ ব্যাপারে সৈয়দা রুবিনা মিরা উপস্থিত সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের তৎপরতার অংশ হিসেবেই আমি আজ বরিশাল শেবাচিম এ ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজ খবর নিয়েছি। তাদের জন্য আমার পক্ষ থেকে যা যা করা যায় আমি করবো। উল্লেখ্য, বরিশাল শেবাচিম এ ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা শতক ছাড়িয়েছে। হাসপাতাল প্রশাসনের উদ্যমী ভূমিকার কারণে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে। ঈদের পর এ অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি খারাপের সম্ভাবনা থাকলেও সরকারি চিকিৎসা সেবা ও জনপ্রতিনিধিদের ভূমিকার কারণে এখনো বড় কোনো জনস্বাস্থ্য বিষয়ক ধ্বস নামেনি। ডেঙ্গু পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে জানিয়ে বরিশাল শেবাচিম পরিচালক মোঃ বাকির হোসেন বলেন, ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাবার সম্ভাবনা দেখে আমরা ঈদের আগে নতুন বিল্ডিং এ আক্রান্তদের স্থানান্তর করেছি এবং ঈদে সকল ডাক্তারদের ছুটি বাতিল করে সর্বোচ্চ সেবাও নিশ্চিত করেছি।