পার্শ্ববর্তী লোকজন ও অন্যান্য রোগীর স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে দেয়
বরিশাল শেবাচিমে নারী ভিজিটরকে পিটিয়েছে সিকিউরিটি গার্ড !
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে এবার সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে রোগীর এক নারী স্বজনের উপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটেছে। পরে হামলার শিকার স্বজন ছনিয়া আক্তার (২৬) কে শেবাচিম হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ছনিয়া গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী। এছাড়া হামলাকারী দুলাল শেবাচিম হাসপাতালের চুক্তিভিত্তিক (কন্ট্রাক্ট সার্ভিস) এর নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত রয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানাগেছে, ছনিয়া দুপুরে তার চিকিৎসাধীন স্বজনদের দেখতে শেবাচিম হাসপাতালে আসে। হাসপাতালের মাঝের গেট থেকে সে উপরে উঠতে চাইলে সেখানে দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড বাবুল তাকে বাঁধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায় গার্ড বাবুল ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা রোলার দিয়ে ছনিয়াকে বেধড়ক ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় পার্শ্ববর্তী লোকজন ও অন্যান্য রোগীর স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে দেয়। এদিকে বিষয়টি নিয়ে হাসপাতালে রোগীর স্বজনদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল পরিদর্শন করা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। হামলার শিকার রোগীর স্বজনকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে হামলার ঘটনায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। হামলার শিকার নারী’র ছবি তুলতে গেলে পুলিশ সদস্যরা তাতে বাঁধা প্রদান করেন।