Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিমে দালালকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ 
Monday November 27, 2017 , 6:21 pm
Print this E-mail this

বরিশাল ডি ল্যাবের পরিচয়দানকারী সুমন নামের দালাল ব্যক্তিকে আটক

বরিশাল শেবাচিমে দালালকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ


স্টাফ রিপোর্টার : দু’দিন বয়সী শিশুর হাত থেকে রক্ত নিয়ে পরীক্ষা করানোর অজুহাতে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার সময় এক দালালকে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিশুটির স্বজনরা।রোববার (২৬ নভেম্বর) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নবজাতক শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।তবে ওই শিশুর হাত থেকে রক্ত নেওয়া ও পরীক্ষার বিষয়ে ওয়ার্ডের দায়িত্বরত সেবিকারা কিছুই জানেন না বলে দাবি করেছেন।শিশুটির বাবা বরগুনা জেলার বেতাগী উপজেলার কালিকাবাড়ী এলাকার বাসিন্দা মোশারেফ হোসেন জানান,তার স্ত্রী খাদিজা বেগম বেশ কয়েকদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হন।গত ২৪ নভেম্বর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়।কিন্তু অসুস্থতার কারণে তাকে ভর্তি করা হয় নবজাতক শিশু ওয়ার্ডে।তিনি জানান,মায়ের শারীরিক অবস্থা ভালো না হওয়ায় শিশুর পাশে তাদের অন্য স্বজনরা ছিলেন।দুপুর সাড়ে ১২টার দিকে এক দালাল এসে স্বজনদের হঠাৎ করেই বলেন,চিকিৎসক কিছু পরীক্ষা দিয়েছেন,রক্ত লাগবে।বিষয়টি জানালে সন্তানের কাছে গিয়ে দেখি তার হাতে সিরিঞ্জ ঢুকিয়ে অনেকটা রক্ত নিয়ে নিয়েছেন ওই লোক। পরবর্তীতে তাকে কারণ জানতে চাইলে কোনো সদুত্তর না দিয়ে পরীক্ষার জন্য তিন হাজার টাকা দাবি করেন।কীসের পরীক্ষা চিকিৎসক ও সেবিকাদের কাছে জানতে গেলে তারাও কিছু জানেন না বলে জানান।এরপর ওই লোকের পরিচয় জানতে চাইলে তিনি নিজের নাম সুমন ও বরিশাল ডি ল্যাব নামের ডায়গনস্টিক সেন্টারের লোক বলে পরিচয় দেন।বরিশাল ডি ল্যাবের একটি কাগজও দেখান তিনি।কিন্তু পরীক্ষার-নিরীক্ষার বিষয়ে কোনো সদুত্তর বা চিকিৎসকের পরামর্শপত্র দিতে না পারলে অন্য রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।এ বিষয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান,তারা বরিশাল ডি ল্যাবের পরিচয়দানকারী সুমন নামের ওই দালাল ব্যক্তিকে আটক করেছেন।তিনি মূলত রোগীর দালাল।ভুক্তভোগী শিশুর বাবা একটি লিখিত অভিযোগও দিয়েছেন।




Archives
Image
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
Image
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি দেবে দুদক
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা