মৃত কয়েদি মোসলেম রাঢ়ী মেহেন্দিগঞ্জ উপজেলার সোনামুখি গ্রামের বাসিন্দা
বরিশাল শেবাচিমে কারাগারের কয়েদির মৃত্যু!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল কেন্দ্রীয় কারাগারের মোসলেম রাঢ়ী (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শারীরিক অসুস্থতার কারণে তাকে কারাগার থেকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত মোসলেম রাঢ়ী (কয়েদী নং-৫০১১/এ) মেহেন্দিগঞ্জ উপজেলার সোনামুখি গ্রামের বাসিন্দা। তিনি একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় একবছরের কারাদণ্ড প্রাপ্ত কয়েদি ছিলেন এবং গত ২৫ আগস্ট থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, নিয়মানুযায়ী সুরতহাল ও ময়না তদন্তের জন্য হাসপাতালের নিচতলার মরদেহ রাখা কক্ষে মরদেহ পাঠানো হয়েছে।