Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৩, ২০২৫ ৭:৪০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিমে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু 
Sunday October 12, 2025 , 7:47 pm
Print this E-mail this

চালু হয়েছে অটোমেশন প্রযুক্তি, যা দ্রুত ও নির্ভুল পরীক্ষার নতুন দিগন্ত

বরিশাল শেবাচিমে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি চালু করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের প্যাথলজি ল্যাব সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ উদ্বোধন করা হয়েছে। উভয় ল্যাবেই চালু হয়েছে অটোমেশন প্রযুক্তি, যা দ্রুত ও নির্ভুল পরীক্ষার নতুন দিগন্ত খুলে দিয়েছে।

রোববার (অক্টোবর ১২) সকাল ১০টায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে হাসপাতালের এই তিনটি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: একেএম মশিউল মুনীর। মূল ভবনের দ্বিতীয় তলার ডি-ব্লকে উদ্বোধনের পর সার্জারি সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা: আফসানা সাবরিন বলেন, হাসপাতালের প্যাথলজি ল্যাব সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। এতে রোগ নির্ণয় আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছভাবে করা সম্ভব হবে। তিনি জানান, নতুন বিভাগে অটো-অ্যানালাইজার মেশিন, রক্ত গণনা ও জমাট বাঁধার মেশিন, ব্যাকটেরিয়া-ভাইরাস-ছত্রাক পরীক্ষার ইনকিউবেটর ও অটোমেটেড কালচার সিস্টেম চালু করা হয়েছে। ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার, নমুনা সংগ্রহের আলাদা কাউন্টার এবং সম্পূর্ণ অটোমেশন ব্যবস্থাও রয়েছে। এতে পরীক্ষার দক্ষতা ও সেবার মান বাড়াবে।হেমাটোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ আলী বলেন, ১৫ বছর আগে পদ সৃষ্টি হলেও হেমাটোলজি বিভাগে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয় চলতি বছরের ৩ আগস্ট। সেই ধারাবাহিকতায় আজ উদ্বোধন হলো হেমাটোলজি ল্যাবরেটরি। এই ল্যাবে এখন থেকে রক্ত, অস্থিমজ্জা, হিমোগ্লোবিন, প্রোটিন, প্লাটিলেট, রক্তনালি, প্লীহা, হিমোফিলিয়া, ব্লিডিং ডিসঅর্ডার, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার সংক্রান্ত রোগ নির্ণয় করা যাবে। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: একেএম মশিউল মুনীর বলেন, বরিশালে প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি ও আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু হলো। ল্যাবের প্রতিটি মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরীক্ষার নির্ভুলতা ও রিপোর্টিং মান উন্নত করবে। এর ফলে রোগ নির্ণয় আরও সহজ হবে এবং মেডিকেল শিক্ষায়ও নতুন সম্ভাবনা তৈরি হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-হেমাটোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ আলী, উপ-পরিচালক ডা: একেএম নজমূল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মাদ মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা: আবদুল মোনায়েম সাদ এবং বরিশাল প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু প্রমুখ।




Archives
Image
বরিশাল-৩ আসনে সেলিমা নাকি জয়নুল আবেদীন, কে পাচ্ছেন ধানের শীষের মনোনয়ন?
Image
বরিশালে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১
Image
বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পথে পথে তল্লাশী
Image
ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন