Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিমের গোল্ডেন জুবিলী’র অনুষ্ঠানকে ঘিরে ব্যস্ত আয়োজনকরা 
Monday September 17, 2018 , 8:19 pm
Print this E-mail this

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সর মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন

বরিশাল শেবাচিমের গোল্ডেন জুবিলী’র অনুষ্ঠানকে ঘিরে ব্যস্ত আয়োজনকরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর পর মন্ত্রী আবুল হাসনাত আবদুল্লাহ’র সাথে স্বাক্ষাত আগামী ৭, ৮ ও ৯ অক্টোবর শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মহামিলন মেলা গোল্ডেন জুবিলী’র অনুষ্ঠানকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন আয়োজনকরা। বুধবার ওই অনুষ্ঠান উদ্বোধনের বিষয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর এবারে তারা শনিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মন্ত্রী আবুল হাসনাত আবদুল্লাহ এমপি’র সাথে। শনিবার বেলা ১২ টায় রাজধানী ঢাকাস্থ তার বাস ভবনে এ সৌজন্য সাক্ষাৎ আনুষ্টিত হয়। সৌজন্য সাক্ষাৎ-এ মন্ত্রী আবুল হাসনাত আবদুল্লাহ এই অনুষ্ঠানকে সার্থক করতে সর্বাত্মক সমন্বয় ও সহযোগীতা করার আশ্বাস দেন। আগামী ৮ অক্টোবর বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সর মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন। শেবাচিমের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান আবুল হাসনাত আবদুল্লাহ এমপি বলেন, আগামী দুই একদিনের মধ্যেই তিনি বরিশালে ফিরে এ বিষয়ে নেতৃবৃন্দদের সাথে বৈঠক করে দিক নির্দেশনা প্রদান করবেন। পাশাপাশি উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর কাছে ভিডিও কনফারেন্সে তিনি এ অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করার লক্ষ্যে বিভিন্ন দাবী তুলে ধরবেন। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, প্রফেসর ডাঃ নজরুল ইসলাম, প্রফেসর ডাঃ আকতার মোর্শেদ, অধ্যক্ষ ও প্রফেসর ডাঃ টিআইএমএ ফারুক, শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালক, বরিশাল স্বাচিপের সভাপতি এবং বিএমএর কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ডাঃ মুঃ কামরুল হাসান সেলিম ও বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় প্রর-ভিসি অধ্যপক ডাঃ সারফুদ্দিন আহম্মেদ এবং অধ্যাপক ডাঃ জহিরুল হক ফারুক। এর আগে আয়োজকরা বুধবার রাতে জাতীয় সংসদের শেবাচিমের প্রাক্তন ছাত্র সমিতির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। তখন প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের উদ্বোধনের বিষয়টি নেতৃবৃন্দদের নিশ্চিত করেন। এছাড়া অনুষ্ঠান স্থল বরিশালে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালযের মন্ত্রী মোঃ নাসিম, বরিশালের স্বাস্থ্য সেবা উন্নয়ন কমিটির সভাপতি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বরিশালের সকল সংসদ সদস্য, সরকরি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ দেশ বরণ্য বিশেষজ্ঞ খ্যাতনামা চিকিৎসকরা। জানাগেছে, ১৯৬৮ সালের ২০ নভেম্বর তত্তকালীন পূর্ব পাকিস্তানে গর্ভনর আব্দুল মোনেয়ম খান শের-ই বাংলা মেডিকেল কলেজের উদ্বোধন করেন। সে অনুযায়ী চলতি বছরের ২০ নভেম্বর এ কলেজের গোল্ডেন জুবিলী (প্রতিষ্টার ৫০ বছর পূর্তি) হওয়ার কথা থাকলেও আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ৭, ৮ ও ৯ অক্টোবর গোটা করে দিবসটি পালন করার প্রস্তুতি হাতে নিয়েছে শেবাচিম কর্তৃপক্ষ ও প্রাক্তন ছাত্র সমিতির নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে ওই দিন ব্যাপী কলেজ ক্যাম্পাস ছাড়াও বরিশাল জুড়ে নানান অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজের বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রীবৃন্দকে আগামী ৭, ৮ ও ৯ই অক্টোবর অনুষ্ঠানে সকল আনুষ্ঠানীকতা সম্পন্ন করতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ভাস্কর সাহা, হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন ও বিএমএ বরিশাল জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন এবং শিক্ষক সমিতির সভাপতি ডাঃ এসএম সারওয়ারসহ কমিটির নেতৃবৃন্দ। সূত্র জানায়, ১৯৬৮ সালের ২০ নভেম্বর তত্তকালীন পূর্ব পাকিস্তানে গর্ভনর আব্দুল মোনেয়ম খান কলেজের উদ্বোধন করেন। এর আগে ১৯৬৪ সালে ৬ নভেম্বর তিনিই এই কলেজ নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছিলেন। বরিশাল শহরের দক্ষিণ-পশ্চিম কোনে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বিশাল জায়গা জুড়ে নির্মান করা হয়েছে। রংপুরের লুৎফর রহমানকে কলেজের প্রথম বর্ষে ভর্তির মধ্য দিয়ে শুরু হয় এখানকার শিক্ষার্থীদের পদচারণা। তখন মাত্র ৫৬টি আসনের বিপরিতে পাঠ্যগ্রহনের সুযোগ হয় শিক্ষার্থীদের। বর্তমানে এই কলেজের আসন সংখ্যা ২২০। শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাপনার জন্য এখানে রয়েছে ১০০০ বেডের হাসপাতাল, ইনষ্টিটিউট অব হেলর্থ টেকনোলজিষ্ট, মর্গ এ্যাড মরচুয়ারী, ৩টি ইন্টার্নী ডক্টরস হোস্টেল, ৫টি ছাত্র ও ছাত্রী নির্বাস, ১টি নার্সিং ইনস্টিটিউট, ১টি মসজিদ, ১টি জিমনেসিয়াম, খেলার মাঠ এবং বৃহত্তর অডিটোরিয়াম। এর শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত হয়। এখানে পোস্ট-গ্রাজুয়েশন কোর্সও রয়েছে (এমডি, এমফিল, এমএস, ডিপ্লোমা)।




Archives
Image
বরিশাল শেবামেকে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে সুনসান নীরবতা
Image
আ. লীগের নৈরাজ্য-হরতালের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Image
শিক্ষার্থীদের ৬ ঘণ্টার আল্টিমেটাম, প্রো-ভিসিসহ ৩ জনকে দায়ী উপাচার্যের
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ