|
বিজ্ঞান বুথ হিসেবে ব্যবহার হওয়া অনুসন্ধান কেন্দ্রের কার্যক্রম পুণরায় চালুর দাবী জানিয়েছেন সংশ্লিষ্টরা
বরিশাল শেবাচিম’র অনুসন্ধান কেন্দ্র এখন বিজ্ঞাপন বিলবোর্ড
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র অনুসন্ধান কেন্দ্রটি এখন ব্যবহার হচ্ছে বিজ্ঞানের বিলবোর্ড ও মোটর সাইকেল গ্যারেজ হিসেবে। অনুসন্ধান কেন্দ্রের রোগী এবং স্বজনদের সেবা বন্ধ থাকলেও সেটিকে আড়াল করে টানানো হচ্ছে বিশাল বিশাল সাইন বোর্ড। এসব কারনে অনুসন্ধান কেন্দ্রে সেবা থেকে বঞ্ছিত হচ্ছে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। জানাগেছে, শেবাচিম হাসপাতালে মাঝের ব্লকে নিচ তলায় বেশ কয়েক বছর পূর্বে নির্মান করা হয় একটি তথ্য ও অনুসন্ধান কেন্দ্র। কেন্দ্রের সামনের অংশে থাই গ্লাস লাগানো হয়। ওই গ্লাসের উপরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এবং বিভাগের চিত্র লিখনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সেই সাথে হাসপাতালে রোগীর সেবা সমুহ শোভা পায় অনুসন্ধান কেন্দ্রের গ্লাসে। এদিকে লেখুনি ছাড়াও অনুসন্ধান কেন্দ্রে রোগী ও স্বজনদের সুবিধার জন্য সার্বক্ষনিক লোক থাকার ব্যবস্থা ছিলো। কেন্দ্রটি চালুর পরে বেশ ভালো ভাবেই এর কার্যক্রম হয়। কিন্তু হঠাৎ করেই অনুসন্ধান কেন্দ্রটির কার্যক্রম পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটি থেকে এখন আর সেবা পাচ্ছেনা দুর দুরন্ত থেকে আসা রোগীরা। কেন্দ্রটি এখন ব্যবহার হচ্ছে বিজ্ঞাপনের বিলবোর্ড হিসেবে। সরেজমিনে দেখাগেছে, অনুসন্ধান কেন্দ্রে লাগানো গ্লাসের উপরে বিশাল আকারের একটি ব্যানার লাগানো রয়েছে। হাসপাতালে সদ্য যোগদানকারী তৃতীয় এবং চতুর্থ শ্রেণি কর্মচারীদের অভিনন্দন জানানো হয়েছে ব্যানারটির মাধ্যমে। চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যান সমিতির নামে ব্যনারটি লাগানো হয়েছে। এছাড়াও গ্লাসের উপর বিভিন্ন ওষুধ কোম্পানি, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপনী স্টিকার লাগানো। লেখনির মাধ্যমে তুলে ধরা হাসপাতালের সেবা সমুহ ঢেকে দেয়া হয়েছে ব্যানার ও বিজ্ঞাপন দিয়ে। অনুসন্ধান কেন্দ্রের ভেতরে দু-একটি চেয়ার টেবিল জরাজির্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। তবে তা ধুলাবালু মিশ্রিত। ভেতরে কোন লোক না থাকলেও সেখানে একটি এ্যাপাসি মোটর সাইকেল পার্কিং করা অবস্থায় দেখা গেছে। খোঁজ নিয়ে জানাগেছে ওই মোটরসাইকেলটি শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম আজাদ এর ছিলে বাইজিদ এর। বাইজিদ আদালতের মাধ্যমে চাকুরী ফিরে পাওয়া কর্মচারীদের একজন। বাবার চাকুরীর সুবাধে দীর্ঘ দিন ধরেই সে তার ব্যবহৃত মোটর সাইকেলটি অনুসন্ধান কেন্দ্রে রাখে বলে জানিয়েছেন প্রত্যক্ষ দর্শীরা। হাসপাতালের বহু কর্মচারী জানিয়েছেন, অনুসন্ধান কেন্দ্রের মাধ্যমে দুর দুরন্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের অনেক উপকার হতো। কিন্তু এর কার্যক্রম বন্ধ থাকায় সেবাও বন্ধ হয়ে গেছে। বিজ্ঞানের বিলবোর্ড হিসেবে ব্যবহার হচ্ছে অনুসন্ধান কেন্দ্রটি। তাছাড়া শুধু কর্মচারীদের শুভেচ্ছা জানানো ব্যানারই নয়। কারোর মৃত্যু হলে শোকের ব্যনার, রাজনৈতিক ব্যানার এবং বিভিন্ন দিবসের ব্যনার টানিয়ে বিজ্ঞান প্রচার করা হচ্ছে। দীর্ঘ দিন ধরে এমন কার্যক্রম চলে আসলেও হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসছে না। তাই সেবা থেকেও বঞ্ছিত হচ্ছেন সাধারণ মামুন। এ প্রসঙ্গে জানতে শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল কাদির এর সঙ্গে যোগাযোগ এর চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তবে বিজ্ঞান বুথ হিসেবে ব্যবহার হওয়া অনুসন্ধান কেন্দ্রের কার্যক্রম পুণরায় চালুর দাবী জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Post Views:
৬৩৩
|
|