Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১৮, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৫৫,২টি কলেজের কোন পরীক্ষার্থী পাশ করতে পারেনি 
Thursday July 19, 2018 , 7:24 pm
Print this E-mail this

জিপিএ-৫ পেয়েছে মেয়েরা মোট ৩৭০টি আর ছেলেরা ৩০০টি

বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৫৫,২টি কলেজের কোন পরীক্ষার্থী পাশ করতে পারেনি


burst

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যা গত বছরের তুলনায় দশমিক ৩১ ভাগ পাশের হার বেড়েছে। বৃহষ্পতিবার (১৯ জুলাই) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ফলাফল ঘোষনা করা হয়। এসময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম জানান, এ বছর পাসের হার ৭০.৫৫ যা গত বছরে ছিলো ৭০.২৮। এ বছর ৩ শত ৩৩ কলেজের ১ শত ১৬ টি সেন্টারে ৬২ হাজার ১৭৩ জন পরিক্ষার্থী ছিলো। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৭০ জন। জিপিএ-৫ বেলায় এবারও ছেলেদের থেকে মেয়ে পরীক্ষার্থীরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাশের হার ৭৬ দশমিক ০০ ও ছেলেদের পাশের হার ৬৫ দশমিক ৩৫। ফলে গত বছরের থেকে এবছর যেখানে মেয়েদের পাশের হার বেড়েছে ২ দশমিক ৬৫, সেখানে ছেলেদের পাশের হার কমেছে ১ দশমিক ৯৯ ভাগ। এদিকে গতবছরের মতো এবছরেও মেয়েরা ছেলেদের থেকে জিপিএ-৫ বেশি পেয়েছে। মেয়েরা মোট ৩৭০ টি জিপিএ-৫ পেয়েছে, আর ছেলেরা মোট জিপিএ-৫ পেয়েছে ৩০০ টি, ফলে ছেলেদের থেকে মেয়েদের মোট জিপিএ-৫ ৭০ টি বেশি। তবে মোট জিপিএ-৫ এর ক্ষেত্রে গত বছরের থেকে এবছর ১৪৫ টি কমেছে। গত বছর জিপিএ-৫ এর সংখ্যা ছিলো ৮১৫ আর এ বছর ৬৭০ টি। এছাড়াও বিষয় ভিত্তিতে পাশের হারে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায়ও এগিয়ে রয়েছে মেয়েরা। ২০১৬ ও ২০১৭ সালের ফলাফলেও মেয়েরা জিপিএ-৫ ও পাশের হারে বরিশাল বোর্ডে এগিয়ে ছিলো। জেলা ভিত্তিক পাশের হারে বরিশাল জেলা ৭৬ দশমিক ৩০ ভাগ পাশ করে প্রথম অবস্থানে রয়েছে। এছারা ৬১ দশমিক ২২ ভাগ পাশের হার নিয়ে সবার নিম্নে রয়েছে পটুয়াখালী জেলা। ৬ জেলার মধ্যে ৭৩ দশমিক ৮৭ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঝালকাঠি জেলা। এছাড়াও ৭০ দশমিক ১২ নিয়ে তৃতীয়তে ভোলা, ৬৮ দশমিক ৯২ নিয়ে চতুর্থ স্থানে পিরোজপুর, ৬৬ দশমিক ৭৫ নিয়ে পঞ্চমে রয়েছে বরগুনা জেলা। এদিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় দুটি প্রতিষ্ঠানে কোন পরীক্ষার্থীই পাশ করতে পারেনি। প্রতিষ্ঠান দুটোর মধ্যে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা আইডিয়াল কলেজ ও পটুয়াখালীর পশুরবুনিয়া ইসলামিয়া মহিলা কলেজে পাশের হার শূন্য রয়েছে। এ দুই স্কুল থেকে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করলেও কেই পাশ করেনি। অপরদিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বছরে বছরে বাড়ছে পাশের হার। ২০১৫ সালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার ছিলো ৭০.০৬ ভাগ এরপরে ২০১৬ সালে দশমিক ০৬ ভাগ বেড়ে পাশের হার দাড়ায় ৭০.১৩ ভাগে। ২০১৬ সালের চেয়ে দশমিক ১১ ভাগ বেড়ে ২০১৭ সালে দাড়িয়েছে ৭০ দশমিক ২৪ ভাগে। আর ২০১৭ সালের থেকে দশমিক ৩১ ভাগ বেড়ে পাশের হার দাড়িয়েছে ৭০ দশমিক ৫৫ তে। ২০১৭ সালে যেখানে ৩১ হাজার ৩৩৯ জন ছাত্র ও ২৯ হাজার ১৪৭ জন ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৬০ হাজার ৪৮৬ জন, সেখানে চলতি বছরে ১ হাজার ৭০৫ জন পরীক্ষার্থী বেড়েছে। ২০১৮ সালে পরীক্ষায় ৩১ হাজার ৮১৭ জন ছাত্র ও ৩০ হাজার ৩৫৬ জন ছাত্রী মিলিয়ে মোট ৬২ হাজার ১৭৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।

এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে দুইটি কলেজের কোন পরীক্ষার্থী পাশ করতে পারেনি। শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, জেলার উজিরপুর উপজেলার সাতলা আইডিয়াল কলেজ এবং পটুয়াখালী জেলার পশুরবুনিয়া ইসলামিয়া মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ১৮জন করে পরীক্ষার্থী অংশগ্রহণ করেও কেউ পাশ করতে পারেনি। বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।




Archives
Image
সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন
Image
যুবদল নেতা কিবরিয়াকে হত্যা : বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
Image
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে সংঘর্ষ : বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু
Image
মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন শেখ হাসিনা