Current Bangladesh Time
সোমবার জুলাই ১৪, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রেখেছে পরীক্ষার্থীরা 
Tuesday June 17, 2025 , 6:07 pm
Print this E-mail this

পরীক্ষা পেছানো না পেছানো শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয় – বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান

বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রেখেছে পরীক্ষার্থীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো: ইউনুছ আলী সিদ্দিকীকে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (জুন ১৭) নথুল্লাবাদ এলাকায় শিক্ষাবোর্ড কার্যালয়ের সামনে বোর্ড চেয়ারম্যানকে তার সরকারি গাড়ির ভেতর অবরুদ্ধ করে রাখা হয় বলে জানিয়েছে বোর্ড কর্মকর্তারা। এর আগে একদল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডের প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শী ও বোর্ডের কর্মকর্তারা জানান, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান দুপুরে গাড়ি নিয়ে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন। এ সময় তারা পরীক্ষার তারিখ পেছানোর জন্য চেয়ারম্যানকে চাপ দিতে থাকেন।পরে বোর্ড চেয়ারম্যান ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষার্থীরা আগামী ২৬ জুনের এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবি জানায়। পাশাপাশি এমসিকিউ ও সৃজনশীল যৌক্তিক পাস নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা, ২০২৭ সালের নতুন কারিকুলাম প্রবর্তনের আগে ২০২৫ সালের পরীক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে পূর্বের নিয়মে পরীক্ষা গ্রহণের দাবি জানান। পরীক্ষার্থীরা বলেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক। এজন্য তারা বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানান। বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো: ইউনুছ আলী সিদ্দিকী বলেন, এটা শুধু বরিশাল শিক্ষাবোর্ডের একার বিষয় নয়। পরীক্ষা পেছানো না পেছানো শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড