প্রচ্ছদ » সাব-লিড-১ » বরিশাল শহরের দপ্তরখানায় মাদকের বিষের ছড়াছড়ি
Thursday July 20, 2017 , 9:48 pm
বরিশাল শহরের দপ্তরখানায় মাদকের বিষের ছড়াছড়ি
মুক্তখবর ডেস্ক : বরিশাল শহরের দপ্তরখানা এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে সজিব নামে এক ব্যক্তি। দীর্ঘদিন ওই এলাকায় মাদক বাণিজ্য চালিয়ে তিনি সেখানে একটি বাহিনীও তৈরি করে ফেলেছেন। এই বাহিনীতে অন্তত ১০ থেকে ১২ যুবক রয়েছে। সজিবের দেওয়া দিকনির্দেশনার আলোকে তারা নিয়মিত মাদকদ্রব্য সরবরাহ করে থাকে। বিশেষ করে ওইসব যুবকরা সন্ধ্যার পরে সজিবের কাছ থেকে মাদক নিয়ে ক্রেতাদের পৌঁছে দিচ্ছে। ফলে বিক্রিত মাদকের টাকার একটি অংশ তারা নিয়ে নেয়। প্রতিদিন সন্ধ্যার পরপরই দপ্তরখানার আনন্দ ও গগণগলিতে তাদের আনাগোনা শুরু হয়। কারণ সেখানেই রয়েছে হিন্দু সম্প্রদায়ের যুবক মাদকের ডিলার সজিবের বাসা। মূলত: তার বাসা থেকে মাদকগুলো সাপ¬াই হয়ে থাকে বলে জানিয়েছে একাধিক নির্ভরযোগ্য সূত্র। এছাড়াও গভীর রাত পর্যন্ত ওই এলাকায় দেদারছে মাদক বিক্রি করে সজিব। তার বিক্রিত মাদকে আসক্ত হয়ে পড়েছেন এলাকার অনেক কিশোর ও যুবক। মাদকে বিষ ছড়িয়ে দেওয়ার কারণে ওইসব এলাকার উঠতি বয়সি কিশোর যুবকদের অভিভাবকরা উৎকণ্ঠায় ভুগছেন। তাদের দাবি এমন পরিস্থিতি চলমান থাকলে যুব সমাজ বেপথে যেতে বাধ্য হবে। যে কারণে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এমতাবস্থায় খোঁজখবর নিয়ে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের যুবক গরীব ঘরে সন্তান হলেও মাদক বাণিজ্য করে রাতারাতি লাখ টাকার মালিক বনে গেছে। মাদক বিক্রির জন্য তার সহযোগিদের তৈরি করে দিয়েছে মোটরসাইকেল সুবিধা। স্থানীয় অপর একটি সূত্র জানিয়েছে, মাদক ব্যবসার পাশাপাশি সজিব ও তার বাহিনী এলাকার মেয়ে উক্তাক্ত করছে। তার ভয়ে এলাকার অনেক মেয়ে বাসা থেকে বের হতে চায় না। তাছাড়া নারীদেরকে অশালীন মন্তব্য করছে প্রতিনিয়ত। তাদের এইসব ঘটনায় প্রতিবাদ করায় এলাকার একাধিক ব্যক্তি নাজেহাল হয়েছেন। কিন্তু ইজ্জতের প্রশ্নে কেউ তাদের বিরুদ্ধে এখন আর মুখ খুলছেন না। তবে তাদের বিরুদ্ধে এবার এলাকাবসী একত্রিত হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে অন্তত ১০০ জনের বেশি বাসিন্দা বিষয়টি পুলিশ প্রশাসনকে লিখিত আকারে অবহিত করতে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক বাসিন্দা জানিয়েছে, এবার বিষয়টি সরাসরি পুলিশ কমিশনারকে লিখিত আকারে জানিয়ে তারা সমাধান চাইবেন। কারণ এই সব মাদক ব্যবসায়িদের সাথে থানা ও ডিবি পুলিশের কতিপয় সদস্যের যোগসাযোশ রয়েছে। যে কারণে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে তারা কখনোই অ্যাকশন নেয়নি। তবে এবার পুলিশ কমিশনারের হস্তক্ষেপে এলাকাটি মাদকমুক্ত হবে বলে আশা করছে এলাকার বাসিন্দারা।