Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১৫, ২০২৫ ২:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল ল’ কলেজে শিক্ষার্থীদের সার্টিফিকেট আটকিয়ে অর্থ আদায় 
Tuesday September 4, 2018 , 7:20 pm
Print this E-mail this

কলেজের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এ অর্থ আদায় করা হচ্ছে-মোঃ ইকবাল ইখতার

বরিশাল ল’ কলেজে শিক্ষার্থীদের সার্টিফিকেট আটকিয়ে অর্থ আদায়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল ল’ কলেজের ২০১৬ সালের এল.এল.বি শেষ পর্ব পরীক্ষার্থীদের সার্টিফিকেট আটকিয়ে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কলেজ প্রশাসন প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫শ করে টাকা আদায় করেছে। এ ঘটনায় সার্টিফিকেট নিতে আসা শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বরিশাল ল’ কলেজের উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সার্টিফিকেট আটকিয়ে অর্থ আদায়ের বিষয়ে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে বরিশাল ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইকবাল ইখতার ও সভাপতি বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান’র সাথে যোগাযোগ করতে বলেন। বরিশাল ল’ কলেজ সূত্রে জানাগেছে, বরিশাল ল’ কলেজ থেকে ২০১৬ সালে এল.এল.বি শেষ পর্ব পরীক্ষায় ৫শ ৪ জন শিক্ষার্থী উর্ত্তীন হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫শ করে টাকা আদায় করছে কলেজ প্রশাসন। কলেজ প্রশাসন শিক্ষার্থীদের কাছ থেকে ২ লাখ ৫২ হাজার টাকা অর্থ আদায় করবে। সার্টিফিকেট নিতে আসা শিক্ষার্থী আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীরা যখন ফরম পূরণ করেছে তখন সার্টিফিকেট বাবদ জাতীয় বিশ্ব বিদ্যালয়কে ৬শ টাকা করে দেয়া হয়েছে। সার্টিফিকেট আটকিয়ে নতুন করে কলেজ প্রশাসনের অর্থ আদায় করা অনৈতিক এবং অবৈধ। রেজাউল করিম নামের অপর এক শিক্ষার্থী জানান, শুধু সার্টিফিকেট আটকিয়ে নয়, এর পূর্বে কলেজ প্রশাসন তাদের পরীক্ষার প্রবেশ পত্র, রেজিষ্ট্রেশন কার্ডসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করেছে। এ ব্যাপারে বরিশাল ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল ইখতার জানান-কলেজ ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট নেয়ার সময় ৫শ টাকা নেয়া হচ্ছে। শিক্ষার্থীরা ফরম পূরণের সময় সার্টিফিকেট বাবদ কলেজে ৬শ টাকা জমা দেওয়ার পরও নতুন করে অর্থ আদায় করা প্রসঙ্গে তিনি বলেন কলেজের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এ অর্থ আদায় করা হচ্ছে।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড