পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন ঠুটাখালী এলাকার জোতিন্দ্র মন্ডলের ছেলে জয়ন্ত
বরিশাল র্যাব-৮ এর অভিযানে ভূয়া প্রশ্নপত্র সরবরাহকারী জয়ন্ত মন্ডল আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য নিয়ে জেএসসি, পিএসসি ও অন্যান্য পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের প্রলোভন দিয়ে অর্থ সংগ্রহকারীকে আটক করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। আটককৃত জয়ন্ত মন্ডল (১৮) বরিশালের পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন ঠুটাখালী এলাকার জোতিন্দ্র মন্ডলের ছেলে। সোমবার (০৫ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকেই জয়ন্তকে আটক করা হয়। দুপুরে র্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঠুটাখালী এলাকায় অভিযান চালায়। অভিযানে জেএসসি ও পিএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের সদস্য জয়ন্ত মন্ডলকে আটক করে।