Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল র‌্যাব-৮’র অভিযান : পিরোজপুরে নতুন মাদক ‘আইস’ উদ্ধার, যুবক গ্রেফতার 
Sunday July 18, 2021 , 3:05 pm
Print this E-mail this

১০ গ্রাম আইসের দাম ১ লাখ টাকা, প্রতিবার আইস সেবনে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়

বরিশাল র‌্যাব-৮’র অভিযান : পিরোজপুরে নতুন মাদক ‘আইস’ উদ্ধার, যুবক গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর সদর উপজেলায় নতুন মাদক ‘ক্রিস্টাল মেথ বা আইস’সহ মো: মাসুম খান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়। মো: মাসুম খান পিরোজপুর সদর উপজেলার ওধনকাঠী এলাকার মৃত মতিউর রহমান খানের ছেলে। অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব-৮’র মেজর খালিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওধনকাঠী এলাকা অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি মো: মাসুম খান পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ বা আইস’ উদ্ধার করা হয়। মেজর খালিদ হাসান আরও জানান, বরিশাল বিভাগে এই প্রথমবারের মতো এ ধরণের মাদকের চালান জব্দ করা হয়েছে। আইস ইয়াবার চেয়ে শক্তিশালী। ইয়াবায় মিথাইল অ্যামফিটামিনের ব্যবহার হয় ২০ শতাংশ। আইস বা ক্রিস্টাল মেথে মিথাইল অ্যামফিটামিনের ব্যবহার শতভাগ। ১০ গ্রাম আইসের দাম ১ লাখ টাকা। প্রতিবার আইস সেবনে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীনে এই মাদকের ব্যবহার রয়েছে। এটি ধোঁয়ার মাধ্যমে, ট্যাবলেট আকারে বা ইনজেকশনের মতো সেবন করে মাদকাসক্ত ব্যক্তিরা। তবে মাদকটি অনেক ব্যয়বহুল হওয়ায় এখনো বরিশাল বিভাগে এর ব্যাপ্তি ততটা নয়।’ পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে থানায় মামলা করেছে।’




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা